Loksabha Result: শুধু নীতীশ-নাইডু নয়, এই ১৭ জন সাংসদ বদলে দিতে পারেন INDIA-NDA-র অঙ্ক

Loksabha Result: অনেকেই মনে করছেন ইন্ডিয়া জোটে যোগ দিতে পারেন ওয়াইসি, পাপ্পু যাদব, চন্দ্রশেখর আজাদ। হরসিমরত কৌর বাদলও যে কোনও শিবিরে যোগ দিতে পারেন।

Loksabha Result: শুধু নীতীশ-নাইডু নয়, এই ১৭ জন সাংসদ বদলে দিতে পারেন INDIA-NDA-র অঙ্ক
কোন ১৭ জন সাংসদের দিকে নজর থাকবেImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: Jun 05, 2024 | 6:27 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে মঙ্গলবার। কোনও দলই এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে ২৯২টি আসন। আর ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ২৩৪টি আসন। এমন পরিস্থিতিতে এখন সবার চোখ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর দিকে। কারণ নীতীশের জেডিইউ পেয়েছে ১২টি আসন এবং টিডিপি পেয়েছে ১৬টি আসন।

তবে শুধুমাত্র এই দুটি দলের দিকে নজর দিলে হবে না। সেই সব স্বতন্ত্র সাংসদ এবং দলগুলির দিকেও নজর দিতে হবে, যারা এনডিএ বা ইন্ডিয়া জোটের অংশ নয়। এমন প্রার্থীর সংখ্যা ১৭। এই প্রার্থীরাও সরকারের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে।

কারা এই ১৭ জন?

এই ১৭ জন জয়ী প্রার্থীর মধ্যে রয়েছে এআইএমআইএম-এর ওয়াইসি, বিহারের পূর্ণিয়া থেকে জয়ী পাপ্পু যাদব প্রমুখ। অনেকেই মনে করছেন ইন্ডিয়া জোটে যোগ দিতে পারেন ওয়াইসি, পাপ্পু যাদব, চন্দ্রশেখর আজাদ। হরসিমরত কৌর বাদলও যে কোনও শিবিরে যোগ দিতে পারেন।

কারা এই ১৭ জন সাংসদ?

১. পাপ্পু যাদব- নির্দল ২. আসাদ উদ্দিন ওয়াইসি- AIMIM ৩. চন্দ্রশেখর আজাদ- আজাদ সমাজ পার্টি ৪. সবরজিৎ সিং খালসা- নির্দল ৫. অমৃতপাল সিং- নির্দল ৬. বিশাল পাতিল- নির্দল ৭. ইঞ্জিনিয়ার রশিদ- নির্দল ৮. প্যাটেল উমেশভাই- নির্দল ৯. মহম্মদ হানিফা- নির্দল ১০. রিকি অ্যান্ড্রু- পিপলস পার্টি ১১. রিচার্ড ওয়ানলালহামাঙ্গিহা- ঝোরাম পিপলস মুভমেন্ট ১২. হরসিমরত কৌর বাদল- শিরোমণি আকালি দল ১৩. পেডিরেডি ভেঙ্কটা মিধুন রেড্ডি- ওয়াইএসআরসিপি ১৪. অবিনাশ রেড্ডি- YSRCP ১৫. থানুজ রানি- ওয়াইএসআরসিপি ১৬. গুরুমূর্তি মাদিলা- ওয়াইএসআরসিপি ১৭. জয়ন্ত বসুমাতারী- ইউপিপিএল