Theft In Liquor Shop : রবিবাসরীয় বাজারে সুরা পানের সাধ! মদের দোকানে চুরি করেই বাসনা পূরণ দুই যুবকের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 05, 2022 | 4:16 PM

Theft In Liquor Shop : রবিবার সকালে একটি সরকারি মদের দোকানে চুরি করতে গিয়েছিল দুই ব্য়ক্তি। তারপর মদ খেয়ে পুলিশে হাতে ধরা পড়ে যায় তারা।

Theft In Liquor Shop : রবিবাসরীয় বাজারে সুরা পানের সাধ! মদের দোকানে চুরি করেই বাসনা পূরণ দুই যুবকের
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

চেন্নাই : রবিবাসরীয় বাজার বলে কথা। একটু মদ-মাংস না হলে চলে? তবে সেই মদ জোগাড় করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে নাস্তানাবুদ হতে হবে তা ভাবতে পারেনি তারা। রবিবারের রাতের আয়োজনে সকাল সকালই সরকারি একটি মদের দোকানে চুরি করতে যায় দুই ব্যক্তি। কিন্তু পরে মদ খেয়ে সময়ের হিসেব হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত পুলিশের হাতেই পড়ে ধরা। তামিলনাড়ুর গুম্মিদিপুন্ডি এলাকার ঘটনা।

টাকা চুরি, গয়না চুরি বা দামি দামি আসবাব পত্র ও অন্যান্য সামগ্রী চুরির ঘটনা মাঝে মাঝেই শোনা যায়। কিন্তু মদ চুরির ঘটনা আগে ঘটে থাকলেও তা বিরলের তালিকায়। এবার তামিলনাড়ুর চুরি করতে গেল সরকার দ্বারা পরিচালতি একটি মদের দোকানে। দোকানের দেওয়ালে ড্রিল করে গর্ত তৈরি করে। সেই গর্ত দিয়েই প্রবেশ করে দোকানে। কিন্তু শেষমেশ পুলিশের নজর এড়াতে পারেনি তারা। তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, মদের দোকানের গায়ে একটি বড় গর্ত করেছে দুই চোর। জানা গিয়েছে, তাদের টাকা চুরি করারও পরিকল্পনা ছিল। কিন্তু তারা মদ্যপান শুরু করে। ফলে স্থান কাল জ্ঞান হারিয়ে যায় তাদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই মদের দোকান থেকে কিছুর শব্দ পাওয়া যাচ্ছিল। শব্দের উৎস সন্ধানে এগিয়ে যেতেই দেওয়ালে বড় ছিদ্র দেখতে পায় পুলিশ। আর সেই ছিদ্র দিয়ে ভিতরে উঁকি দিতেই দেখা যায় দুই চোর মদের বোতল হাতে বসে রয়েছে। তাদেরকে সেই ছিদ্র দিয়েই বের করে আনে পুলিশ। দুই চোরকে সতীশ ও মুনিয়ান বলে শনাক্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, সতীশ পাল্লিকারানাইয়ের বাসিন্দা। অপরজন থাকে ভিলুপ্পুরামে। তারা বর্তমানে এই দোকানের কাছাকাছি কোনও এলাকায় থাকে। সাধারণ দিন মজুরের কাজ করে তারা। রবিবার সকালেই তামিল নাড়ুর গুম্মিদিপুন্ডি এলাকার কাছে টিএএসএমএসি (TASMAC) আউটলেটে চুরি করতে যায় তারা। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায়। তবে রবিবারে মদের দোকানে এই নাটকীয় চুরির এই ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Next Article