Uttar Pradesh: ভয়ানক গতি! টোল ট্যাক্স না দিয়েই হু হু করে বেরিয়ে গেল ১৩টি বালি বোঝাই ট্র্যাক্টর, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 05, 2022 | 5:21 PM

Uttar Pradesh: টোল প্লাজ়ার এই ৫৩ সেকেন্ডের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এই ভিডিয়ো শেয়ার করে যোগী আদিত্যনাথ সরকারকে কটাক্ষ করেছেন।

Uttar Pradesh: ভয়ানক গতি! টোল ট্যাক্স না দিয়েই হু হু করে বেরিয়ে গেল ১৩টি বালি বোঝাই ট্র্যাক্টর, দেখুন ভিডিয়ো
ছবি: টুইটার

Follow Us

লখনউ: উত্তর প্রদেশে ঘটা এক মারাত্মক ঘটনার ভিডিয়ো সামনে আসতেই হইহই পড়ে গিয়েছে। টোল প্লাজ়া দিয়ে গাড়ি নিয়ে যাতায়াতের সময় নির্দিষ্ট অঙ্কের নির্ধারটি টোল ট্যাক্স দিতে হয়, একথা সকলেরই জানা কিন্তু। কিন্তু উত্তর প্রদেশের একটি টোল প্লাজ়াতে বালি বোঝাই ১৩টি ট্র্যাক্টর যে বেপরোয়া কাণ্ড ঘটিয়েছে, তা দেখে মুখ হাঁ হয়েছে গিয়েছে অনেকের। এমনকী অনেকেই এই চিত্র দেখে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে আরও একবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে উত্তর প্রদেশের আগ্রার একটি টোল প্লাজ়া দিয়ে একের পর এক বালি বোঝাই ট্র্যাক্টর বেপরোয়া গতিতে ছুটে বেরিয়ে যাচ্ছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে টোল প্লাজ়ার সিসিটিভি ফুটেজের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে ১৩টি বালি বোঝাই ট্র্যাক্টর কোনও টোল ট্যাক্স না দিয়েই টোল প্লাজা দিয়ে ছুটে চলেছে। ট্রাক্টরগুলো প্রচণ্ড গতিতে ছুটে আসায় টোলের কর্মীরা গাড়ি বাধা দেওয়া জন্য তৈরি গেটটিকে বারবার খুলে দিচ্ছেন। টোল প্লাজ়ার কর্মীদের লাঠি হাতে বালি বোঝাই ট্র্যাক্টরগুলিকে থামানোর চেষ্টা করতে দেখা গেলে তারা তা করতে সক্ষম হননি।

টোল প্লাজ়ার এই ৫৩ সেকেন্ডের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এই ভিডিয়ো শেয়ার করে যোগী আদিত্যনাথ সরকারকে কটাক্ষ করেছেন। অখিলেশের মতে এই ভিডিয়ো থেকে ‘ডবল ইঞ্জিন সরকারের ঔদ্ধত্য’ প্রকাশ্যে চলে এসেছে। বিভিন্ন রাজ্যে ভোটের আগে বিজেপির নেতাদের মুখে ‘ডবল ইঞ্জিন সরকার’-এর স্লোগান শোনা গিয়েছিল। সেই স্লোগানকে কটাক্ষ করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ।

Next Article