আমেরিকা-ব্রিটেনে লাগছে, ভারতেও দেওয়া হবে তৃতীয় ডোজ়? মুখ খুললেন এইমস ডিরেক্টর

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 21, 2021 | 8:43 PM

ভবিষ্যতে ভারতেও কি একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? শনিবার এই প্রশ্নই করা হয়েছিল এইমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়াকে।

আমেরিকা-ব্রিটেনে লাগছে, ভারতেও দেওয়া হবে তৃতীয় ডোজ়? মুখ খুললেন এইমস ডিরেক্টর
ছবি-Twitter

Follow Us

নয়া দিল্লি: করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দু’টি ডোজ় নেওয়ার পর নতুন করে ডোজ় নেওয়া প্রয়োজন রয়েছে? আমেরিকায় একাধিক জায়গায় ইতিমধ্যেই বুস্টার ডোজ় হিসেবে তৃতীয় ডোজ় দেওয়া শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে ভারতেও কি একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? শনিবার এই প্রশ্নই করা হয়েছিল এইমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়াকে। জবাবে তিনি জানান, তৃতীয় ডোজ়ের আদৌ প্রয়োজন পড়বে কি না সেই উত্তর দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য এখনও পর্যন্ত নেই। ভারতেও তৃতীয় ডোজ় দেওয়ার প্রয়োজন পড়বে কি না, আগামী বছরই সেই প্রশ্নের জবাব দেওয়া যাবে বলে মনে করেন গুলেরিয়া।

আমেরিকা-সহ ব্রিটেন এবং ইজরায়েলের মতো একাধিক দেশ হয় তৃতীয় ডোজ় দেওয়া শুরু করে দিয়েছে, নতুবা তৃতীয় ডোজ় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কারণ গবেষণায় উঠে এসেছে যে করোনার দু’টি ডোজ়ের থেকেও তিনটি ডোজ় শরীরে অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। তবে ভারতের ক্ষেত্রে এখনও পর্যন্ত যেটুকু তথ্য উঠে এসেছে, তাতে এখনই তৃতীয় ডোজ়ের কোনও প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছেন তিনি।

গুলেরিয়া বলেন, “বুস্টার ডোজ়ের প্রয়োজন রয়েছে এই দাবি করার মতো যথেষ্ট প্রমাণ আমাদের কাছে এখনও নেই। এমনকী, বয়স্কদের এবং যাঁরা ঝুঁকিতে রয়েছেন তাঁদের ক্ষেত্রেও এটা বলার মতো প্রমাণ আমাদের নেই। এমন কিছু বলার আগে আমাদের হাতে পর্যাপ্ত প্রামাণ্য নথি থাকতে হবে যাতে আমরা বুঝতে পারি দ্বিতীয় এবং তৃতীয় ডোজ়ের পর প্রতিরোধ ক্ষমতার তারতম্য কতটা হচ্ছে।”

তবে তৃতীয় ডোজ় নিয়ে আলোচনা যে ভারতীয় চিকিৎসক মহলেও শুরু হয়ে গিয়েছে সেটা এ দিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। “আমাদের কাছে এই সম্পর্কিত তথ্য আসা শুরু হয়েছে। আরও কয়েকমাস সময় লাগবে। সম্ভবত আগামী বছরের শুরুতে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য থাকবে যা দেখে আমরা বলতে পারব বুস্টার ডোজ় দিত হলে সেটা কী ধরনের হবে কাদের সেই ডোজ় প্রয়োজন পড়বে”, বলেছেন গুলেরিয়া।

বর্তমানে গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। আর ভ্যাকসিনের তৃতীয় ডোজ় সেই ভ্যারিয়েন্ট থেকেই সুরক্ষা দিচ্ছে বলে দাবি গবেষকদের। যে কারণে আমেরিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে আম জনতা ভ্যাকসিনের তৃতীয় ডোজ় নিতে পারবেন। একই মাস থেকে ব্রিটেনও বুস্টার ডোজ় দেওয়া শুরু করবে বলেই জানা গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে। আরও পড়ুন:  ভারতের ভ্যাকসিন যজ্ঞে ‘গেমচেঞ্জার’ হতে পারে জ়াইকভ-ডি, ১ কোটি ডোজ় মিলবে অক্টোবরেই

Next Article