অবস্থা নিয়ন্ত্রণে, নাকু লা-র সংঘর্ষ ‘সামান্য ঘটনা’ বলে ব্যাখ্যা সেনার

সুমন মহাপাত্র |

Jan 25, 2021 | 3:40 PM

সংঘর্ষের বিষয়ে কী জানাল ভারতীয় সেনা?

অবস্থা নিয়ন্ত্রণে, নাকু লা-র সংঘর্ষ সামান্য ঘটনা বলে ব্যাখ্যা সেনার
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: গত সপ্তাহে নাকু লা-এ (Naku La)ভারত ও চিনা সেনার সংঘর্ষ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। তবে এই সংঘর্ষকে পাত্তা না দিয়ে ‘সামান্য’ বলে দাবি করল ভারতীয় সেনা (Indian Army)। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়, তাৎক্ষণিক অস্বস্তিকর পরিস্থিতির সমস্যার ‘সমাধানও’ হয়ে গিয়েছে।

গালওয়ানের পর সিকিমের নাকু লা -এ ভারত ও চিনা ফৌজের সংঘর্ষের ঘটনায় তীব্র চাঞল্য ছড়ায়। সূত্রের খবর, গত সপ্তাহে সিকিমের নাকু লা অঞ্চলে টহলরত লাল ফৌজ ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনার তরফে বাধা দেওয়ার চেষ্টা করা হলে, দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় দুই তরফের সেনাবাহিনীর কর্মীরাই আহত হন বলে খবর।

তবে ভারতীয় সেনা বিবৃতি দিয়ে জানায়, গত ২০ জানুয়ারির এই সংঘর্ষ ছিল ‘সামান্য ঘটনা’। প্রোটোকল মেনেই স্থানীয় স্তরেই এই সমস্যার সমাধান করে ফেলেছেন জওয়ানরা। দুই তরফেরই হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে সেনা আনুষ্ঠানিকভাবে জানায়। তবে, সরকারি সূত্র অনুযায়ী, চিনা সেনার আচমকা হানায় ভারতীয় সেনার চারটি দল আহত হয়। জওয়ানের জবাবে কমপক্ষে ২০ লালফৌজ গুরুতর জখম হয়েছে।

সেনার বিবৃতিতে এও জানানো হয়, সিকিমের নাকু লা অঞ্চলের এই সংঘর্ষের ঘটনায় একাধিক সূত্র মারফত খোঁজ নেওয়া হয়। সেখান থেকে এটা পরিষ্কার যে, নাকু লা এলাকায় এই সংঘর্ষ এমন কোনও গুরুতর বিষয় নয়। সংবাদমাধ্যমের একাংশকেও একহাত নিয়ে সেনার তরফে বলা হয়েছে, ভুল বা ত্রুটিপূর্ণ খবর প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত তাদের।

আরও পড়ুন: নাকু লা-এ অনুপ্রবেশের চেষ্টা চিনা সেনার, সংঘর্ষে আহত কমপক্ষে ২০ লাল ফৌজ

প্রসঙ্গত, অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত ১৯ হাজার ফুট উচ্চতায় অবস্থিত নাকু লা পাশ সিকিমকে চিনের তিব্বত অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। গত বছর পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ ঘটার একমাস আগেই, মে’তে এই অঞ্চলে সংঘর্ষে জড়ায় দু’পক্ষের সেনা। এ দিকে গতকালই ভারত ও চিনের মধ্যে নবম দফার সামরিক স্তরে বৈঠক হয়। তার মধ্যে ফের চিনা লাল ফৌজের অনুপ্রবেশের চেষ্টা ও সংঘর্ষের খবর ঘিরে কূটনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়ায়। তবে তা নিয়ে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে ভারতীয় সেনা।

Next Article