নাকু লা-এ অনুপ্রবেশের চেষ্টা চিনা সেনার, সংঘর্ষে আহত কমপক্ষে ২০ লাল ফৌজ

খারাপ আবহাওয়াকে কাজে লাগিয়েই একদল চিনা সেনা সিকিমের নাকু লা অঞ্চল দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। কিন্তু সীমান্তে অবস্থানরত ভারতীয় সেনারা তা দেখতে পেয়েই বাধা দেয়। দুই দেশের সেনার মধ্যে শুরু হয় সংঘর্ষ।

নাকু লা-এ অনুপ্রবেশের চেষ্টা চিনা সেনার, সংঘর্ষে আহত কমপক্ষে ২০ লাল ফৌজ
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2021 | 12:54 PM

নয়া দিল্লি: গালওয়ানের পর এবার সিকিমের নাকু লা (Naku La)-এ সংঘর্ষ বাধল ভারত ও চিনা ফৌজের মধ্যে। সূত্র অনুযায়ী, গত সপ্তাহে সিকিমের নাকু লা অঞ্চলে টহলরত লাল ফৌজ ভারতীয় অংশে প্রবেশ করার চেষ্টা করে। ভারতীয় সেনা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় দুই তরফের সেনাবাহিনীর কর্মীরাই আহত হয়েছেন বলে খবর।

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control)-এ অনুপ্রবেশের ঘটনার আট মাস কেটে গিয়েছে। গত বছরের জুন মাসে গালওয়ান উপত্যকায় (Galwan Vally) লাল ফৌজ অনুপ্রবেশের চেষ্টা করলে দুই দেশের মধ্যে সংঘর্ষ বাধে। ভারতীয় সেনাবাহিনীর ২০ জওয়ান শহিদ হন, চিনের সেনাবাহিনীরও ক্ষয়ক্ষতি বিপুল বলে জানা গিয়েছে। এরপর ভারত ও চিন-দুই দেশের মধ্যেই দফায় দফায় বৈঠক হলেও এখনও কোনও সমাধান সূত্র মেলেনি। তারই মাঝে ফের একবার অনুপ্রবেশের চেষ্টা চালাল চিন।

আরও পড়ুন: টানা ১৫ ঘণ্টা বৈঠকেও মিলল না সমাধান সূত্র, সম্পূর্ণ সেনা সরানোর বার্তা ভারতের

জানা গিয়েছে, গালওয়ানে যেভাবে অনুপ্রবেশ করেছিল লাল ফৌজ, একই কায়দায় সিকিম সীমান্ত দিয়েও ভারতে প্রবেশ করার চেষ্টা করে চিনা সেনাবাহিনী। খারাপ আবহাওয়াকে কাজে লাগিয়েই একদল চিনা সেনা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। কিন্তু সীমান্তে অবস্থানরত ভারতীয় সেনারা তা দেখতে পেয়েই বাধা দেয়, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে শুরু হয় সংঘর্ষ।

তবে হাতাহাতিতে ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠতে পারেনি চিনা ফৌজ। অবশেষে তাঁরা পিছু হটতে বাধ্য হয়। ঘটনায় চিনের তরফে প্রায় ২০ জন সেনা জওয়ান আহত হয়েছে বলে জানা গিয়েছে। চার ভারতীয় সেনা জওয়ানও জখম হন। এই ঘটনার পরই সিকিম (Sikkim) সীমান্তে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা।

গতকালই ভারত ও চিনের মধ্যে নবম দফার সামরিক স্তরে বৈঠক হয়। তারই মাঝে ফের অনুপ্রবেশের চেষ্টার ঘটনা সামনে আসতেই সীমান্তে উত্তেজনার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ফোন না করার সিদ্ধান্তে দৃঢ়প্রতিজ্ঞ নীতীশ, তবুও আরোগ্য কামনা করলেন লালুর