Cobra Snake: কয়েক হাজার বাড়িতে হঠাৎ পানীয় জল বন্ধ, সমস্যা খুঁজতে গিয়ে আত্মারাম খাঁচা পুরকর্মীদের!

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 29, 2024 | 8:53 AM

Water Supply: শুক্রবার শহরের একাধিক বাড়িতে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। কেন হঠাৎ জল বন্ধ হল, এর খোঁজ করতে পুরসভার কর্মীরা আকেলগড় জল পরিশ্রুতকরণ প্ল্যান্টে পৌঁছন। সেখানে প্যানেল বক্স খুলতেই চক্ষু চড়কগাছ কর্মীদের।

Cobra Snake: কয়েক হাজার বাড়িতে হঠাৎ পানীয় জল বন্ধ, সমস্যা খুঁজতে গিয়ে আত্মারাম খাঁচা পুরকর্মীদের!
প্রতীকী চিত্র
Image Credit source: Meta AI

Follow Us

জয়পুর: হঠাৎ জল বন্ধ। একটার পর একটা বাড়িতে একই সমস্যা। কারোর নল থেকে জল আসছে না। বাধ্য হয়েই পুরসভায় অভিযোগ জানান অনেকে। তারাও তো অবাক। পুরসভার তো কোনও কাজ হচ্ছে না! তাহলে জল বন্ধ কেন? শুরু হল খোঁজ। শেষ পর্যন্ত পরিশোধন কেন্দ্রে গিয়ে সমস্যার কারণ খুঁজে পাওয়া গেল। তবে সেটা যা ছিল, তাতে তো আত্মারাম খাঁচাছাড়া পুরসভার কর্মীদের। দেখলেন, এ তো মানুষ নয়। সমস্যার পিছনে রয়েছে ৫ ফুট লম্বা ভয়ঙ্কর এক কোবরা সাপ!

হ্যাঁ, একটি কোবরা সাপের কারণেই পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল কয়েক হাজার বাড়ির। পুরসভার কর্মীরা বহু চেষ্টা করেও সেই সাপকে বের করতে পারেনি। শেষ পর্যন্ত প্রশিক্ষিত সাপুড়ে আনিয়ে সাপটিকে উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পরে আবার জল সরবরাহ চালু হয়।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। শুক্রবার শহরের একাধিক বাড়িতে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। কেন হঠাৎ জল বন্ধ হল, এর খোঁজ করতে পুরসভার কর্মীরা আকেলগড় জল পরিশ্রুতকরণ প্ল্যান্টে পৌঁছন। সেখানে প্যানেল বক্স খুলতেই চক্ষু চড়কগাছ কর্মীদের। দেখলেন, কালো রঙের বিশালাকার একটি কোবরা সাপ ভিতরে ঢুকে বসে আছে। তার শরীরের ভারেই প্যানেল সুইচ বন্ধ হয়ে গিয়েছে, যার জেরে বন্ধ জল সরবরাহ।

এই খবরটিও পড়ুন

প্রথমে পুরসভার কর্মীরাই সাপটিকে সরানোর চেষ্টা করেন। কিন্তু ৫ ফুটের ওই কোবরাও নাছোড়বান্দা। ফণা তুলে পাক্কা দুই ঘণ্টা বসে থাকে সে। সামনে গেলেই ছোবল মারতে উদ্যত হয়।  বাধ্য হয়ে প্লান্ট-ই খালি করে দেওয়া হয়। ডাকা হয় সাপ ধরার এক্সপার্টকে। তিনি বহু কসরত করে সাপটিকে উদ্ধার করেন। পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Next Article