Khalistani Terrorist: বোমার পাল্টা গুলি! তিন খলিস্তানি জঙ্গিকে খতম করল পুলিশ

Khalistani Terrorist: গত কয়েক সপ্তাহে পরপর আক্রমণ চালানো হয় পঞ্জাবের তিনটি থানায়। সেই ঘটনাকেই কেন্দ্র করে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে খলিস্তানি সংগঠনগুলির দিকে। এমতাবস্থায়, সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে একটি পোস্ট।

Khalistani Terrorist: বোমার পাল্টা গুলি! তিন খলিস্তানি জঙ্গিকে খতম করল পুলিশ
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Dec 23, 2024 | 11:07 AM

নয়াদিল্লি: পঞ্জাবে দাপট ছড়িয়ে উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে নিহত তিন খলিস্তানি জঙ্গি। গতকাল মাঝরাতে পুলিশে জঙ্গিতে চলে গুলি যুদ্ধ। তিন সন্ত্রাসবাদীকে পাকড়াও করতে যৌথ অভিযানে নামে উত্তরপ্রদেশ ও পঞ্জাব পুলিশ। আর সেই অভিযানেই ঘটে যায় এই ঘটনা।

পুলিশের গুলিতে প্রাণ যায় গুরবিন্দর সিং, ভিরেন্দ্র সিং ও জসনপ্রীত সিংয়ের। জানা গিয়েছে, এরা প্রত্যেকেই খলিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত। সম্প্রতি একটি পুলিশ পোস্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এদিন সেই অভিযোগের ভিত্তিতে যৌথ অপারেশনে নেমেছিল দুই রাজ্যের পুলিশবাহিনী।

পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তিন অভিযুক্ত পাকিস্তানি মদতপুষ্ট সংগঠন খলিস্তান জিন্দাবাদ ফোর্সের সদস্য। বিগত কয়েকদিন ধরেই পঞ্জাবের একাধিক জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছিল তারা।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে পরপর আক্রমণ চালানো হয় পঞ্জাবের তিনটি থানায়। সেই ঘটনাকেই কেন্দ্র করে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে খলিস্তানি সংগঠনগুলির দিকে। এমতাবস্থায়, সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে একটি পোস্ট। আগ-বাড়িয়ে পঞ্জাবের তিন থানায় আক্রমণের ঘটনার দায় স্বীকার করে খলিস্তানি জিন্দাবাদ ফোর্স। আর তারপরই তদন্তে নেমে পড়ে পুলিশ।

পুলিশি অনুসন্ধানে প্রকাশ্যে আসে এই খলিস্তানি জঙ্গিদের নাম। পাশাপাশি উত্তরপ্রদেশের পিলিভিটে তারা ডেরা করে আশ্রয় নিয়েছিল বলেই খবর পায় পঞ্জাব পুলিশ। আর সেই তথ্যের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নেমে পড়ে তারা। শুরু হয় অভিযান। গ্রেফতার করতে গেলে প্রথমেই গুলি চালায় জঙ্গিরা। প্রত্যাঘাত করে পুলিশও। মৃত্যু হয় তিন খলিস্তানি জঙ্গির। মৃতদের কাছ থেকে উদ্ধার হয় একে ৪৭ রাইফেল, দু’টি পিস্তল, কয়েক রাউন্ড গুলি।