মুখে সেলোটেপ, দড়ি দিয়ে বাঁধা পা, নদীতে ফেলা হচ্ছিল একের পর এক কুকুর! কুুঁই কুঁই শব্দ শুনেই ওদের প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ৩ যুবক

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 03, 2024 | 6:40 PM

Stray Dogs: ঘটনাটি শুক্রবার রাতের। তিন যুবক দেখেন, একটি রিক্সা থেকে একের পর এক বস্তা ফেলা হচ্ছে। বস্তার ভিতর থেকে শব্দ শোনা যেতেই তারা পথ আটকান। জোরাজুরি করেন বস্তা খোলার জন্য। দেখেন, ভিতরে মুখ, পা বাঁধা কুকুর।

মুখে সেলোটেপ, দড়ি দিয়ে বাঁধা পা, নদীতে ফেলা হচ্ছিল একের পর এক কুকুর! কুুঁই কুঁই শব্দ শুনেই ওদের প্রাণ বাঁচিয়ে হিরো ৩ যুবক
উদ্ধার করা হল কুকুরগুলিকে।
Image Credit source: X

Follow Us

ভোপাল: মুখে সেলোটেপ বাঁধা, পা গুলি শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল ওদের। প্ল্যান ছিল, নদীতে বস্তাগুলি ফেলে দেওয়া হবে। তবে পথচলতি কয়েকজনের কানে এসেছিল কুঁই কুঁই কান্না। সন্দেহ হতেই দাঁড় করানো হল ই-রিক্সা। বস্তার মুখ খুলতেই আঁতকে উঠলেন তিন যুবক। দেখলেন, বস্তার ভিতরে ভরা নেড়ি কুকুর। রুখে দাঁড়িয়ে, রীতিমতো লড়াই করে প্রাণ বাঁচালেন ওই পথ কুকুরদের।

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের সাতনায়। ভোপাল থেকে ৫০০ কিলোমিটার দূরে ওই শহরে একটি সেতু থেকে বস্তা বন্দি করে ফেলে দেওয়া হচ্ছিল পথ কুকুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো।

জানা গিয়েছে, ঘটনাটি শুক্রবার রাতের। তিন যুবক দেখেন, একটি রিক্সা থেকে একের পর এক বস্তা ফেলা হচ্ছে। বস্তার ভিতর থেকে শব্দ শোনা যেতেই তারা পথ আটকান। জোরাজুরি করেন বস্তা খোলার জন্য। দেখেন, ভিতরে মুখ, পা বাঁধা কুকুর। ওই যুবকরা সঙ্গে সঙ্গেই উদ্ধার করেন কুকুরগুলিকে। প্রায় ১২টিরও বেশি কুকুরকে উদ্ধার করা হয়েছে।

নন্দু বাসর ও প্রদীপ বাসর নামক দুই ব্যক্তি কুকুরগুলিকে নদীতে ফেলে দিচ্ছিল বলেই জানা গিয়েছে। তাঁরা বাজরাহা তোলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত দুইজনই পলাতক। পুলিশ অভিযুক্তের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

Next Article