তিরুপতি: আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের (Ram Temple) দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। সেদিনই গর্ভগৃহে প্রবেশ করবে ভগবান রামের বিগ্রহ। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে অযোধ্যা-সহ সমগ্র দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। এবার সেই অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা প্রসাদ হিসাবে তিরুপতি লাড্ডুর স্বাদ পাবেন। রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে প্রসাদে বিখ্যাত তিরুপতি লাড্ডু (Tirupati Laddu) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তিরুমালা তিরুপতি দেবাস্থানামস (TTD)। ১ লক্ষ লাড্ডু পাঠানো হবে বলে জানিয়েছেন TTD-র কার্যকরী অধিকর্তা এভি ধর্মা রেড্ডি।
দক্ষিণের মন্দিরগুলির মধ্যে অন্যতম তিরুপতি বালাজি মন্দির। সেই মন্দিরে ভগবান বেঙ্কটশ্বরের প্রধান প্রসাদ হল শ্রীবারি লাড্ডু। এবার সেই লাড্ডু প্রসাদ রামমন্দিরের ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। এব্যাপারে TTD-র কার্যকরী অধিকর্তা এভি ধর্মা রেড্ডি বলেন, “ভগবান বেঙ্কটেশ্বর এবং ভগবান রাম- উভয়ই মহা বিষ্ণুর অবতার। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। আমরা সেখানে ভক্তদের জন্য প্রসাদ হিসাবে তিরুপতি লাড্ডু বিতরণ করব।” এটা রামমন্দিরের ভক্ত এবং অযোধ্যার এই অনুষ্ঠানে আগত ভিভিআইপিদের প্রতি সৌজন্যতার নিদর্শন বলেও জানিয়েছেন তিনি।
তবে তিরুপতি মন্দিরে সাধারণত প্রায় ১৭০ গ্রাম ওজনের লাড্ডু প্রসাদ ভক্তদের দেওয়া হয়। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে বিতরণ করা লাড্ডুর আয়তন কম হবে। ২৫ গ্রাম ওজনের ১ লক্ষ লাড্ডু বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন TTD অধিকর্তা।
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই অযোধ্যার রামমন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই অনুষ্ঠানের সাক্ষী থাকার জন্য প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, বলি তারকা, খেলোয়াড়-সহ বিশেষ সেলিব্রিটি থেকে বিদেশেরও বিভিন্ন রাষ্ট্রনেতা, কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে রামমন্দিরের তরফে। এছাড়া দেশ-বিদেশের সাধু-সন্ন্যাাসীরা উপস্থিত থাকবেন। সেদিন সাধারণ ভক্তদের রামমন্দিরে প্রবেশের অনুমতি না থাকলেও কয়েক হাজার ভিভিআইপি-র সমাগম হবে বলে রাম মন্দির ট্রাস্ট্রের তরফে জানানো হয়েছে।