Tirupati Temple: শুধুমাত্র দান করা চুল নিলাম করে তিরুপতি মন্দিরের কত আয় হয়, জানলে অবাক হবেন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 17, 2023 | 7:35 AM

Tirupati Temple: প্রায় প্রতিদিন মন্দিরে বাড়ছে দর্শণার্থীর ভিড়। তাই দানের পরিমাণও বাড়ছে। ফলে বাড়ছে মন্দিরের আয়।

Tirupati Temple: শুধুমাত্র দান করা চুল নিলাম করে তিরুপতি মন্দিরের কত আয় হয়, জানলে অবাক হবেন
ফাইল ছবি

Follow Us

তিরুমালা: পুরো নাম তিরুমালা তিরুপতি ভেঙ্কটেশ্বর বালাজি। সাধারণত তিরুপতি মন্দির বলেই সম্বোধন করেন ভক্তরা। দক্ষিণে সেই তিরুপতির মন্দিরে গেলেই নাকি পূর্ণ হয় মনষ্কামনা, এমন বিশ্বাস নিয়েই প্রতি বছর বহু মানুষ তিরুপতি যান। পায়ে হেঁটে পুজো দিয়ে যান মন্দিরে। আর যাঁদের মনষ্কামনা পূর্ণ হয়, তাঁরা নিজের চুল দান করেন দেবতাকে। এই রীতি বহুদিনের। সেই চুল থেকেই প্রতি বছর কোটি কোটি টাকা উপার্জন করে মন্দির কর্তৃপক্ষ। অন্যান্য বছরে ১২০ কোটি টাকা পর্যন্ত উপার্জন করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে এবার সেই অঙ্ক বেড়ে হতে পারে ১৫০ কোটি।

প্রায় প্রতিদিন মন্দিরে বাড়ছে দর্শণার্থীর ভিড়। তাই দানের পরিমাণও বাড়ছে। ফলে বাড়ছে মন্দিরের আয়। এর আগে একটি মাত্র জায়গাতেই চুল দান করা যেত। তবে পরে আরও অনেকগুলি জায়গা চুল দান করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। এর ফলে ভক্তরাও সন্তুষ্ট হয়েছেন আর মন্দিরেরও আয় বেড়েছে। গত ৫-৬ বছরে একধাক্কায় অনেকটাই বেড়েছে আয়।

দান করা চুল বিভিন্ন ভাগে ভাগ করে মন্দির কর্তৃপক্ষ। রঙ করা বা না করা, সাদা বা কালো চুলকে আলাদা করা হয়। তারপর সেগুলির নিলাম হয়।

তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট প্রতিদিন ১৪০০ কেজি চুল জড় করে। ১ টন হওয়ার পর সেগুলি গোডাউনে পাঠানো হয়। করোনার পর ভক্তের সংখ্যা বেড়ে যাওয়া দান করা চুলের পরিমাণও বেড়ে গিয়েছে। চলতি বছরে দু বার এই চুল নিলাম করা হয়েছে। তার থেকে এখনও পর্যন্ত আয় হয়েছে ১০৫ কোটি টাকা। পরবর্তী যে দুবার নিলাম হবে, তাতে আয়ের পরিমাণ বেড়ে ১৫০ কোটি হতে পারে বলে জানা গিয়েছে।

Next Article
Rahul Gandhi: সাংসদ পদ ফিরতেই সংসদীয় প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতেও জায়গা পেলেন রাহুল গান্ধী
Sharad Pawar: বিজেপির সঙ্গে হাত মেলালেই কেন্দ্রীয় মন্ত্রী? প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবির জবাবে শরদ পওয়ার বললেন…