২১-এর আগের রাতেই ত্রিপুরায় ‘চোট’, বেঁকে বসল সংগঠন, জায়ান্ট স্ক্রিন জোগাড়ে হিমশিম তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 20, 2021 | 9:51 PM

TMC 21 July: ত্রিপুরায় বাধাপ্রাপ্ত হল এ রাজ্যের শাসকদল। সূত্রের খবর, তৃণমূলকে জায়ান্ট স্ক্রিন সরবরাহ করতে বাধা দেওয়া হচ্ছে।

২১-এর আগের রাতেই ত্রিপুরায় চোট, বেঁকে বসল সংগঠন, জায়ান্ট স্ক্রিন জোগাড়ে হিমশিম তৃণমূল
জায়েন্ট স্ক্রিনেই মমতার ভাষণ

Follow Us

কলকাতা: রাত পোহালেই ২১ জুলাই। তবে চলতি বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশের আরও একাধিক রাজ্যে শহিদ দিবস পালনের কথা জানিয়ে রেখেছে তৃণমূল। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে ভাষণ দেবেন। আর জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তা সরাসরি সম্প্রচারিত হবে একাধিক রাজ্যে। কিন্তু ২১ জুলাই উদযাপনের আগের রাতেই ত্রিপুরায় বাধাপ্রাপ্ত হল এ রাজ্যের শাসকদল। সূত্রের খবর, ত্রিপুরায় তৃণমূলকে জায়ান্ট স্ক্রিন সরবরাহ করতে বাধা দেওয়া হচ্ছে। অগত্যা প্রোজেক্টারের মাধ্যমেই ভাষণ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোটা ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। কোভিড বিধি মেনে ৫০ জনের জমায়েত করেই তৃণমূল নেত্রীর ভাষণ শোনানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল ত্রিপুরার রাজধানী আগরতলায়। কিন্তু বাধ সাধে জায়ান্ট স্ক্রিন অ্যাসোসিয়েশন। তৃণমূলের কর্মসূচির জন্য জায়ান্ট স্ক্রিন সরবরাহ করতে অস্বীকার করে এই সংগঠন। জেলাশাসকের লিখিত অনুমতি না হলে জায়ান্ট স্ক্রিন দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। দুপুর থেকে যে জটিলতা তৈরি হয়েছিল, রাত অবধি তা অব্যাহত রয়েছে বলে খবর। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ লাল সিং জানিয়েছেন, শেষ পর্যন্ত জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা যায়নি। অগত্যা বিকল্প হিসেবে পর্দা ও প্রোজেক্টরের ব্যবস্থা করা হচ্ছে।

একাধিক রাজ্যের পাশাপাশি বিজেপি শাসিত ত্রিপুরাতেও আগামিকাল মমতার ভাষণ সম্প্রচারিত হওয়ার কথা। রাজধানী শহর আগরতলার পাশাপাশি ধর্মনগর এবং উদয়পুরের মতো জেলায় একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে। কিন্তু শহিদ দিবস উদযাপনের আগের রাতেই জায়ান্ট স্ক্রিন সরবরাহ করার কথা যে সংগঠনের ছিল, তারা বেঁকে বসেছে। কোনও ভাবেই তাদের রাজি করানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রোজেক্টর লাগিয়েই দলনেত্রীর ভাষণ শোনানোর বন্দোবস্ত করা হচ্ছে বাঙালি প্রধান এই রাজ্যে। আরও পড়ুন: একাদশে ভর্তির মাপকাঠি প্রকাশ! নজিরবিহীন ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

 

Next Article