TMC in Tripura: ত্রিপুরায় হিংসার অভিযোগ! নিরাপত্তার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুস্মিতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 29, 2021 | 10:35 PM

Susmita Deb: সম্প্রতি ত্রিপুরায় সুস্মিতা দেবের গাড়ির ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। তৃণমূলের বক্তব্য, দুষ্কৃতীরা প্রত্যেকেই বিজেপি আশ্রিত।

TMC in Tripura: ত্রিপুরায় হিংসার অভিযোগ! নিরাপত্তার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুস্মিতা
সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুস্মিতা দেব

Follow Us

আগরতলা : ত্রিপুরায় (Tripura) পায়ের তলার জমি শক্ত করতে তৎপর তৃণমূল (TMC)। তবে, সে রাজ্যে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে দলীয় নেতৃত্বকে। যুব নেতাদের ওপর হামলার ঘটনা দিয়ে সূত্রপাত। পরে একের পর এক নেতা-নেত্রী হামলার অভিযোগ তুলেছেন ত্রিপুরায়। এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল নেতৃত্ব। নিরাপত্তার দাবি জানালেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব (Susmita Deb)।

কিছুদিন আগে সুস্মিতার গাড়িতে হামলা চালানো ও ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ ওঠে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে ত্রিপুরার ডিজিপিকেও চিঠি লিখেছিলেন তিনি। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই এবার আইনের দ্বারস্থ হতে চাইছেন তিনি। ত্রিপুরায় তৃণমূলের নেতা কর্মীদের নিরাপত্তার দাবি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ত্রিপুরায় তথাকথিত হিংসার কথা উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সুস্মিতা দেব।

এর আগে রাজ্য়পালের কাছেও চিঠি দিয়েছেন তিনি। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছেন তিনি। শুক্রবারই কুণাল ঘোষ এবং সুস্মিতা দেবের উপস্থিতিতে ত্রিপুরার রামনগরের বর্তমান বিধায়ক সুরজিৎ দত্তের ভাই তপন দত্ত সহ ত্রিপুরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অনেকে।

দিন কয়েক আগে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হামলার অভিযোগ তোলেন সুস্মিতা। ত্রিপুরা তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকে হামলার একটি ভিডিয়োও শেয়ার করা হয়। সেখানে দেখা যায় তৃণমূলের নির্বাচনের প্রতীক লাগানো নীল সাদা রঙের একটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে একদল দুষ্কৃতী। গাড়ির ছাদে একাধিক জায়গায় তুবড়ে গিয়েছে। তৃণমূলের তরফে ওই টুইটে লেখা হয়েছে, “এই বর্বরোচিত আক্রমণের যোগ্য জবাব দেবে ত্রিপুরার মানুষ। পুলিশকে অবিলম্বে নিরব দর্শকের ভূমিকা পালন বন্ধ করতে হবে। ত্রিপুরায় এই আইন শৃঙ্খলার অবনতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বিচার চাইছি।”

ত্রিপুরায় সম্প্রতি বিশেষ কর্মসূচি চালু করেছে তৃণমূল। ত্রিপুরার ২০টি শহর, ৫৮ ব্লকের মানুষের কাছে পৌঁছে যাবে তৃণমূল। জনসংযোগে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। ত্রিপুরার সাধারন মানুষের সঙ্গে যোগাযোগ করাই হবে তাদের মূল উদ্দেশ্য। গতকাল এই ঘোষণা করার সময় সুস্মিতা দেব জানিয়েছিলেন, তাঁরা মানুষকে এটাই বোঝাবেন যে কেন তৃণমূলকে সমর্থন করা প্রয়োজন। বিপ্লব দেব যে ভাবে অন্যান্য রাজনৈতিক দলকে বাধা দিচ্ছেন তা যে মোটেই কোনও গণতান্ত্রিক কাজ হতে পারে না, সেটাই বোঝাতে যাবেন তাঁরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মানুষকে যে বার্তা দিতে চান সেটাও পৌঁছে দেওয়া হবে। আলাদা আলাদা টিম ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। টিমের সদস্যরা পৌঁছে যাবেন ৮ টি জেলার ৫৮ টি ব্লকে।

আরও পড়ুন : Mamata and Rahul Gandhi in Goa: গোয়ায় সরগরম! মমতার ফেরার দিনে সৈকত শহরে রাহুল

Next Article