নয়া দিল্লি: দেশের আর্থিক উন্নতি নিয়ে মিথ্যা কথা বলছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, ” প্রত্যেক ফেব্রুয়ারি মাসে সরকার সাধারণ মানুষকে বিশ্বাস করান যে দেষের অর্থনীতির উন্নতি হচ্ছে, সকলে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা যেমন গ্যাস সিলিন্ডার, বাড়ি ও বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন। এগুলো সবই মিথ্যা”। তিনি বলেন, “আট মাস পরে, এখন ডিসেম্বরে সত্যিটা সামনে আসছে।”
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিজের একটি তথ্য তুলে ধরে দাবি করেন, কেন্দ্রীয় সরকারের বাজেটের অতিরিক্ত ৩.২৬ লক্ষ কোটি টাকার প্রয়েজন। এই খরচ কোথা থেকে জোগাবে সরকার, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। প্রত্যেক বছরই সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মিথ্য়া বলে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দেশের অর্থনীতির পরিস্থিতি সামলানোর অনুরোধও করেন তিনি।
২০২২-২৩ সালের জন্য অতিরিক্ত আর্থিক অনুদান নিয়ে লোকসভায় আলোচনাতেই তৃণমূল সাংসদ বলেন, “নরেন্দ্র মোদী সরকার দেশের অর্থনীতির বৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছে। দেশের অর্থনীতির ক্রমাগত অবনতি হচ্ছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অনুরোধ করছি দেশের অর্থনীতি সামলান।”
লেখক জোনাথন সুইফ্টকে উল্লেখ করে তিনি বলেন, ” সবথেকে খারাপ লেখকেরও যেমন পাঠক থাকে, তেমন সেরা মিথ্যাবাদীরও কিছু অন্ধ ভক্ত থাকে যারা সবকিছু বিশ্বাস করেন। যদি একটা মিথ্যা এক ঘণ্টার জন্যও বিশ্বাস করা হয়, তবে তার কাজ হয়ে যায়। মিথ্যা উড়ে যায় এবং পিছনে সত্য় সামনে আসে।”