নয়া দিল্লি: ‘আইনি পথেই জামিন পেয়েছি, কারও দয়ায় পাইনি।’ ত্রিপুরার ঘটনা প্রসঙ্গে এমনটাই বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। ত্রিপুরায় তৃণমূল নেতাদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা। আজ, সোমবার সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে জড় হয়ে প্রতিবাদ জানাচ্ছেন সাংসদেরা। তাঁদের হাতে রয়েছে প্ল্যাকার্ড। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তুলছেন তাঁরা। তৃণমূল যে আবারও ত্রিপুরা যাবে, সে কথা সাফ জানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।
এ দিন সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘ভারতীয় হয়ে ত্রিপুরায় যেতে পারব না, ত্রিপুরায় বিজেপি ছাড়া অন্য কোনও দল কাজ করতে পারবে না, এটা ঠিক নয়। তাঁর দাবি, দেশ জুড়ে যে ফ্যাসিবাদের চেহারা সামনে আসছে, তারই মহড়া হল ত্রিপুরায়। তিনি উল্লেখ করেন, আবারও ত্রিপুরায় যাবেন তৃণমূল নেতারা। তিনি মনে করিয়ে দেন কারও দয়ায় নয়, আইনি পথেই ত্রিপুরায় জামিন পেয়েছেন তৃণমূল নেতারা।
গতকাল, তৃণমূল নেতাদের গ্রেফতার করার পরই তড়িঘড়ি আগরতলায় ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ তাঁদের জামিনের জন্য থানায় বসেছিলেন অভিষেক সহ তৃণমূল নেতৃত্ব। পরে জামিন পাওয়ার পর রাতে কলকাতায় ফেরেন তৃণমূলের তিন যুব নেতা-নেত্রী। চিকিৎসার জন্য তাঁদের এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড ভর্তি করা হয়। আজ তাঁদের দেখতে হাসপাতালে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গয়ে মমতা সরাসরি অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এই হামলা হয়েছে।
ত্রিপুরায় গিয়ে অতিমারি আইন ভাঙার অভিযোগে তৃণমূলের ১৪ জন নেতাকে গ্রেফতার করে স্থানীয় খোয়াই থানার পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সকালেই বিপ্লব-রাজ্যে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষ। থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করেন অভিষেক। দাবি একটাই, দলীয় নেতাদের জামিন। বিকেলের পর জামিনও পান দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, আশিসলাল সিংরা সহ ১৬ জন নেতা-নেত্রী। আরও পড়ুন: জামিন দেবাংশু, সুদীপ, জয়াদের! তখনও থানায় ঠায় বসে অভিষেক