চুলোয় স্বাস্থ্যবিধি, বিশ্বনাথের মাথায় জল ঢেলেই করোনামুক্তির আশা পুণ্যার্থীদের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 09, 2021 | 11:57 AM

তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কেন্দ্র ও রাজ্যয় সরকারগুলির তরফে বারংবার সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। কোভিডবিধি ভঙ্গের অপরাধে শাস্তি, জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু হুঁশ ফেরেনি সাধারণ মানুষের।

চুলোয় স্বাস্থ্যবিধি, বিশ্বনাথের মাথায় জল ঢেলেই করোনামুক্তির আশা পুণ্যার্থীদের
কাশী বিশ্বনাথের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়।

Follow Us

বারাণসী: যে দিকেই তাকাবেন, সেদিকেই শুধু মাথার ভিড়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালতে কাশীর বিশ্বনাথ মন্দিরে (Kashi Vishwanath Temple) ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। কেন্দ্র ও রাজ্য় সরকারের তরফে বারংবার করোনাবিধি  (COVID Norms) নিয়ে সতর্ক করা হলেও বাস্তবে চিত্রটা সম্পূর্ণ ভিন্নই।

মুখে মাস্ক নেই, কার্যত একে অপরের গায়েই উঠে পড়ছেন সকলে। শ্রাবণ মাসের শুরু থেকেই কাশীর বিশ্বনাথ মন্দিরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। আজ তৃতীয় সোমবার, শিবের আশির্বাদ পাওয়ার আশায় তাই ভিড় সাধারণ মানুষের। আশেপাশের জেলা থেকেও ভক্তরা এসেছেন বলে জানা গিয়েছে।

তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কেন্দ্র ও রাজ্যয় সরকারগুলির তরফে বারংবার সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। কোভিডবিধি ভঙ্গের অপরাধে শাস্তি, জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। বর্তমানে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র নীচে থাকলেও তৃতীয় ঢেউ শুরু হলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা যোগী প্রশাসনের।  ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সতর্কবার্তা জারি করেছেন।

দ্বিতীয় ঢেউ মোকাবিলায় তুমুল সমালোচনার মুখে পড়েছিল উত্তর প্রদেশ (Uttar Pradesh) সরকার। তৃতীয় ঢেউয়েও একই পরিস্থিতি যাতে না হয়, সেই উদ্দেশ্যেই ১০ হাজার শয্যার শিশুদের জন্য আইসিইউ বেড (PICU Bed) তৈরি করা হয়েছে।  উল্লেখ্য, দেশের মধ্যে উত্তর প্রদেশই একমাত্র রাজ্য, যেখানে এখনও অবধি পাঁচ কোটিরও বেশি মানুষ করোনা টিকা (COVID-19 Vaccine) পেয়েছেন। তবে টিকাকরণের পরই স্বাস্থ্যবিধি যেন শিথিল না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। করোনা টিকাকে সুরক্ষা কবচ বলে অ্যাখ্যা দেন এবং সকলকে টিকা নেওয়ার জন্য এগিয়ে আসার অনুরোধ করেন।  আরও পড়ুন: বন্যায় ডুবেছে কমপক্ষে ৩৫৭ টি গ্রাম, বিপদসীমা অতিক্রম করল গঙ্গা-যমুনা, চরম দুর্দশা যোগীরাজ্যে

Next Article