লখনউ: বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা-যমুনা (Ganga-Yamuna River)। বন্য়া(Flood)-এ ডুবেছে কমপক্ষে ৩৫৭টি গ্রাম। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে হামিরপুর ও জালুন জেলা। পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
বর্ষার শুরু থেকেই জলমগ্ন হয়ে পড়েছিল উত্তর প্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চল। প্রতিবছর স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হলেও এইবছর অতিরিক্ত বৃষ্টির জেরে কমপক্ষে পাঁচটি জায়গায় যমুনা নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। একই হাল গঙ্গারও। উত্তর প্রদেশের তিনটি জেলায় বিদপসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। প্লাবিত বদায়ুন, গাজিপুর ও বালিয়া।
#WATCH | A primary school got washed away following a rise in water level of Ghaghara river in Gonda, earlier today pic.twitter.com/6Jq7gPw0FZ
— ANI UP (@ANINewsUP) August 8, 2021
লাগাতার বৃষ্টি ও নদীর জলস্তর বৃষ্টি পাওয়ায় প্লাবিত হচ্ছে নদীর আশেপাশে অবস্থিত গ্রামগুলি। সরকারি সূত্রে খবর, বন্যার জেরে প্রায় ৯৩টি জেলার সঙ্গে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ধুয়ে মুছে গিয়েছে একাধিক বাড়ি-স্কুলঘর। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকার্যে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর নামলেও জলের স্রোত ও লাগাতার বৃষ্টির কারণে কাজে বাধা সৃষ্টি হচ্ছে। ভারতীয় বায়ুসেনার তরফে আকাশপথে ত্রাণ বিলি ও উদ্ধারকার্য চালানো হচ্ছে।
Three #IAF helicopters carried out airlift of essentials and relief supplies for the population of #Jalaun district, Uttar Pradesh, stranded due to the recent floods.#HarKaamDeshKeNaam pic.twitter.com/7Fe20js0DJ
— Indian Air Force (@IAF_MCC) August 8, 2021
নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় যোগী সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে। আধিকারিকদের বন্যা পরিস্থিতির উপর কড়া নজর রাখতে ও প্রতি মুহূর্তে আপডেট জানাতে বলা হয়েছে। এ দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আকাশপথে প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শনে যেতে পারেন। আরও পড়ুন: শেষ সপ্তাহে সুষ্ঠ অধিবেশনই লক্ষ্য কেন্দ্রের, একাধিক ইস্যুতে ফের খাড়গের ঘরে একজোট হবে বিরোধীরা