পটনা: দেশের অবস্থা নাকি ভাল নয়। তাই নিজের ছেলে-মেয়েদের বিদেশে কাজ কর্ম খুঁজে থাকার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি এক জনসভাতে এ রকমই কথা জানিয়েছেন, রাষ্ট্রীয় জনতা দলের শীর্ষ স্থানীয় নেতা। তেজস্বী যাদবের দলের ওই নেতার বক্তব্যের ভিডিয়ো ছডিয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই থেকেই বিষয়টি নিয়ে ছড়িয়েছে বিতর্ক। সমালোচনার মুখেও পড়তে হয়েছে আরজেডি-র ওই নেতাকে। বিহারে তেজস্বী যাদবের দল আরজেডি-র ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আব্দুল বারি সিদ্দিকি। তিনিই নিজের ছেলেমেয়েদের বিদেশে থাকতে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন। বিহারের প্রাক্তন মন্ত্রীও ছিলেন সিদ্দিকি। স্বাভাবিক ভাবেই তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিহার বিজেপি। ওই নেতাকে পাকিস্তানে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
ছেলে মেয়েদের বিদেশে থাকার বিষযটি নিয়ে সিদ্দিকি বলেছিলেন, “দেশের অবস্থা যে রকম তা নিয়ে আমি ব্যক্তিগত একটা দিচ্ছি। আমার ছেলে হাভার্ডে পড়াশোনা করে। আমার মেয়ের লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ডিগ্রি রয়েছে। আমি ওদের বলেছি, বিদেশেই কাজ খুঁজে নিতে। এবং যদি সম্ভব হয়, তাহলে বিদেশের নাগরিকত্বও নিয়ে নিতে।” তিনি আরও বলেছেন, “আমার ছেলেমেয়েরা যখন বিশ্বাস করতে পারে না। তখন আমি বলি দেখ আমরা কী ভাবে দেশে রয়েছি। ওরা যে এখানে মানিয়ে নিতে পারবে না, সে কথাও বলি।” এর পাশাপাশি বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষের কথাও উঠছে এসেছে সিদ্দিকির বক্তব্যে।
Meet Abdul Bari Siddiqui. 7 times MLA, he has enjoyed the privilege of being Bihar’s Finance Minister, Chairman of Bihar Cricket Association & Bihar Badminton Association. His daughter is studying at the prestigious London School of Economics. But he says “INDIA IS UNLIVABLE”!!! pic.twitter.com/xKLDR5qNYN
— Priti Gandhi – प्रीति गांधी (@MrsGandhi) December 23, 2022
এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই সিদ্দিকে তীব্র ভাষায় আক্রমণ করেছে বিহার বিজেপি। সিদ্দিকির মন্তব্যের বিরোধিতা করে বিহার বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ বলেছেন, “সিদ্দিকি মন্তব্য ভারত বিরোধী। তিনি যদি দমবন্ধ অবস্থা অনুভব করেন, তাহলে তাঁর উচিত এখানে রাজনৈতিক নেতা হিসাবে যে সব সুযোগ সুবিধা ভোগ করেন তা ছেড়ে দিয়ে পাকিস্তানে চলে যাওয়া। এই কাজে কেউ তাঁকে বাধা দেবে না।” প্রসঙ্গত, সিদ্দিকে তেজস্বীর বাবা লালুপ্রসাদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।