AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: সন্ত্রাসবাদীরা ঘুমোতে পারে না, ভয়ে ভয়ে থাকে, ভারত ঢুকে মারবে: মোদী

PM Modi: এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, "ভারত বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে পরমাণু ব্ল্যাকমেলের কাছে আমরা মাথা নত করব না। গোটা বিশ্ব আত্মনির্ভরশীল ভারতের শক্তি দেখেছে।" তিনি আরও বলেন, "ভারতের পাল্টা জবাবে বিধ্বস্ত পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলি এখনও আইসিইউ-তে রয়েছে।"

PM Modi: সন্ত্রাসবাদীরা ঘুমোতে পারে না, ভয়ে ভয়ে থাকে, ভারত ঢুকে মারবে: মোদী
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Jul 29, 2025 | 8:50 PM
Share

নয়াদিল্লি: সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদে তিনি বলেন, সারা বিশ্ব অপারেশন সিঁদুরের পাশে থাকলেও দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস কেন্দ্রের বিরোধিতা করে। পূর্বতন কংগ্রেস সরকারেরও সমালোচনা করেন তিনি। একইসঙ্গে এদিন সংসদে প্রধানমন্ত্রী বলেন, ২২ এপ্রিলের বদলা ২২ মিনিটে নিয়েছে ভারত।

অপারেশন সিঁদুরের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আগেও দেশে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। কিন্তু, হামলার মাস্টারমাইন্ডরা নির্বিঘ্নে থাকত। তারা ভাবত, তাদের কিছু হবে না। আর এখন ভারতে সন্ত্রাসবাদী হামলা হলে মাস্টারমাইন্ডরা রাতে ঘুমোতে পারে না। তারা ভয়ে থাকে, ভারত ঢুকে মারবে। ভারত এখন সেটাই করে। নতুন নর্মাল সেট করেছে ভারত।” অপারেশন সিঁদুরে ভারত কীভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে, সেকথা উল্লেখ করেন তিনি।

অপারেশন সিঁদুরের আগে ২০১৬ ও ২০১৯ সালে জঙ্গি হামলার পর ভারত পাল্টা আঘাত হেনেছিল। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরিতে সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ১৯ জন জওয়ানকে মেরেছিল জঙ্গিরা। তার ১৩ দিন পর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। আবার ২০১৯ সালে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এরপর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত। ভারতীয় সেনার এই দুটি পাল্টা অভিযানের কথাও এদিন উল্লেখ করেন মোদী।

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে পরমাণু ব্ল্যাকমেলের কাছে আমরা মাথা নত করব না। গোটা বিশ্ব আত্মনির্ভরশীল ভারতের শক্তি দেখেছে।” তিনি আরও বলেন, “ভারতের পাল্টা জবাবে বিধ্বস্ত পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলি এখনও আইসিইউ-তে রয়েছে।” কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের প্রচারের মুখপাত্র হয়ে উঠেছে কংগ্রেস ও তার সঙ্গীরা।