VIDEO: হায় রে রেল! মাঝপথে যাত্রীসুদ্ধ ৮টা বগি রেখে বাকি বগি নিয়ে ছুটল ট্রেনের চালক

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 25, 2024 | 1:17 PM

Train Accident: রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে প্রচুর পরীক্ষার্থী ছিল। ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় তারা পরীক্ষা দিতে পারবেন কি না, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে দ্রুত বাসের ব্যবস্থা করে পরীক্ষার্থীদের পাঠানো হয়। 

VIDEO: হায় রে রেল! মাঝপথে যাত্রীসুদ্ধ ৮টা বগি রেখে বাকি বগি নিয়ে ছুটল ট্রেনের চালক
পড়ে রইল ট্রেনের আটটি কামরা।
Image Credit source: X

Follow Us

লখনউ: অল্পের জন্য এড়ানো গেল বড় ট্রেন দুর্ঘটনা। রবিবার ভোরে কাপলিং খুলে বড় বিপত্তির মুখে কিষাণ এক্সপ্রেস। ট্রেন দুই খণ্ডে আলাদা  হয়ে যায়। পিছনে পড়ে থাকে ট্রেনের আটটি কামরা। পরে খেয়াল হতেই, কিছুদূর এগিয়ে থেমে যায় ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

রবিবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের বিজনৌরের কাছে। ফিরোজপুর থেকে ধানবাদগামী কিষাণ এক্সপ্রেসের কাপলিং ভেঙে যায়। ইঞ্জিনের সঙ্গে থাকা ১০-১২টি কামরা এগিয়ে যায়। বিভক্ত হয়ে যায় ৮টি কামরা। সেই কামরাগুলি কিছুটা এগোনোর পর দাঁড়িয়ে যায়।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে প্রচুর পরীক্ষার্থী ছিল। ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় তারা পরীক্ষা দিতে পারবেন কি না, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে দ্রুত বাসের ব্যবস্থা করে পরীক্ষার্থীদের পাঠানো হয়।

রেলের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের কাপলিং ভেঙে গিয়েছে। বিজনৌরের সেওহারা রেলস্টেশন পার করার পরই দুর্ঘটনা ঘটে। আলাদা হয়ে যায় ট্রেনের আটটি বগি। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি জোড়ার কাজ চলছে। কিছুক্ষণের মধ্য়েই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article