Train Accident: মালগাড়ির চাকা খুলে যেতেই সব এলোমেলো, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 17, 2023 | 4:17 PM

USA: রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৬টি বগি লাইনচ্যুত হলেও কোনও প্রাণহানি ঘটেনি। এমনকি কেউ আহতও হননি এই ঘটনায়।

Train Accident: মালগাড়ির চাকা খুলে যেতেই সব এলোমেলো, দেখুন ভিডিয়ো
মালগাড়িুর লাইনচ্যত বগি

Follow Us

মিশিগান: আমেরিকায় দুর্ঘটনার কবলে মালগাড়ি। এর জেরে মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ মিশিগানের ডেট্রয়েট সাবার্বান এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। ওই মালগাড়িতে বিভিন্ন রকমের ক্ষতিকর পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। তাই সেই ক্ষতিকর পদার্থ ভর্তি মালগাড়ির বগি উল্টে যাওয়ায় দূষণের আশঙ্কা করা হয়েছিল। কিন্তু পরে সেখানকার পরিবেশ মন্ত্রক জানায়, মালগাড়ি উল্টে গেলেও তার ভিতরে থাকা ক্ষতিকর পদার্থ থেকে কোনও সমস্যা তৈরি হয়নি। এ নিয়ে সাধারণের জীবনে কোনও ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে এই দুর্ঘটনায় কেউ আহত হননি বলেও জানা গিয়েছে। ডেট্রয়টের ভ্যান বুরেন টাউনশিপের মার্টিন্সভিলে এবং হাগেটি রোডের মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে।

সেখানকার রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৬টি বগি লাইনচ্যুত হলেও কোনও প্রাণহানি ঘটেনি। এমনকি কেউ আহতও হননি এই ঘটনায়। তবে দুর্ঘটনাগ্রস্ত বগি থেকে চাকা খুলে পড়ে যায় আশপাশে। বগিগুলিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মজুদ থাকলেও তা ছড়িয়ে পড়ে কোনও বিপত্তি ঘটেনি। এ নিয়ে ভ্যান বুরেন টাউনশিপের এক ডেমোক্র্যাট বলেছেন, “এই দুর্ঘটনায় ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ার কোনও ঘটনা ঘটেনি। লাইনচ্যুত হওয়ার জেরে বগিগুলি একে অপরের উপরে উঠে গিয়েছিল। ক্ষতিকর রাসায়নিক থেকে যাতে কোনও ঘটনা না ঘটে সে জন্য পরিবেশ বিভাগের দলও সেখানে উপস্থিত হয়েছিল। এ নিয়ে ভয়ের কোনও কারণ নেই।”

 

ক্ষতিকর রাসায়নিকের বিষয়ে মিশিগানের পরিবেশ বিভাগ জানিয়েছেন, জনগণের ক্ষতি হতে পারে, এ রকম কোনও রাসায়নিক বেরোয়নি উল্টে যাওয়া বগি থেকে। তবে দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ওই দিকের রাস্তাও এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছিল। এর পর উদ্ধারকাজ তলে। লাইনচ্যুত বগিগুলিকে সরিয়ে নেওয়া হয়। এর পর বাকি ট্রেনকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর লাইনচ্যুত মালগাড়ির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই দেখা হয়েছে সাড়ে ৩ লক্ষ বারেরও বেশি।

Next Article