পুনে: গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে ট্রেনি IAS পূজা খেড়কর। তাঁর একের পর এক ‘কীর্তি’ সামনে আসছে। একজন ট্রেনি IAS হয়ে গাড়িতে লাল বাতি লাগানো, ভিআইপি নম্বর প্লেট লাগানো-সহ নানা অভিযোগ উঠছে। এবার সামনে এল আরও এক তথ্য। পূজা খেড়কর ব্যক্তিগত যে অডি গাড়িটি ব্যবহার করেন, সেই গাড়িটি ২১ বার ট্র্যাফিক আইন ভঙ্গ করেছে। এদিকে, পূজার বিরুদ্ধে ভুয়ো তথ্য দিয়ে UPSC-তে সুযোগ পাওয়ার অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের কমিটি গঠন করল কেন্দ্র।
পূজা যে অডিটি ব্যবহার করেন, সেই গাড়িটি তাঁর মায়ের নামে নথিভুক্ত। ট্র্যাফিক আইন লঙ্খন করার অভিযোগে ২১ বার চালান কেটেছে মহারাষ্ট্র ট্র্যাফিক পুলিশ। মোট ২৬ হাজার ৫০০ টাকার চালান কাটা হয়েছে। কিন্তু, সেই জরিমানা এখনও দেওয়া হয়নি। পুনে সিটি পুলিশের ট্র্যাফিক নিয়ন্ত্রণ শাখার একটি টিম বৃহস্পতিবার পূজাদের বাড়িতে যান। কিন্তু, সেই টিমকে খালি হাতে ফিরতে হয়। পূজাদের বাড়ির কেউ ওই টিমের সদস্যদের সঙ্গে দেখা করেননি। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গাড়িটিকে চতুশ্রুঙ্গি ট্র্যাফিক ডিভিশনে আনতে বলা হয়েছে।
বছর চৌত্রিশের পূজা খেড়কর ২০২৩ ব্যাচের মহারাষ্ট্র ক্যাডারের অফিসার। OBC নন-ক্রিমি লেয়ার এবং শারীরিক অক্ষমতার ক্যাটেগরিতে ইউপিএসসি পরীক্ষা দেন পূজা। কিন্তু, তিনি ওই ক্যাটেগরিতে পরীক্ষা দেওয়ার যোগ্য নন বলে অভিযোগ উঠেছে। পূজার সম্পত্তির পরিমাণ চোখে পড়ার মতো। তাঁর নামে ১১০ একর কৃষি জমি রয়েছে। ৭টা ফ্ল্যাট রয়েছে। সোনার ঘড়ি রয়েছে। রয়েছে ৪টি লাক্সারি গাড়ি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা। পূজার বাবা দিলীপ খেড়করও একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তাঁর সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা।
পুনের আরটিআই কর্মী বিজয় কুম্ভর বলেন, দিলীপ খেড়কর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে তিনি নিজের সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন। হলফনামায় দিলীপ খেড়কর জানিয়েছিলেন, তাঁর বাৎসরিক আয় ৪৯ লক্ষ টাকা। আরটিআই কর্মী বিজয় বলেন, কোনও পরিবারের বাৎসরিক আয় ৮ লক্ষ টাকার কম হলে ওবিসি নন-ক্রিমি লেয়ার শংসাপত্র পাওয়া যায়। তাঁর অভিযোগ, UPSC-তে ভুয়ো শংসাপত্র দাখিল করেছেন পূজা। ট্রেনি আইএএসের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্র। অতিরিক্ত সচিব পর্যায়ের একজন আধিকারিক অভিযোগ খতিয়ে দেখবেন। ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে এক সদস্যের ওই কমিটি।