৩ বছরের উর্ধ্বে মিলবে সূচ-বিহীন ভ্যাকসিন! ট্রায়াল শুরু হচ্ছে শীঘ্রই

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 22, 2021 | 7:37 AM

শুক্রবারই ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড থেকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র পেয়ে গিয়েছে জ়াইডাস ক্যাডিলার ভ্যাকসিন জ়াইকভ-ডি। অক্টোবর মাস থেকেই প্রতিমাসে ১ কোটি ডোজ় ভ্যাকসিন উৎপাদন শুরু হয়ে যাবে।

৩ বছরের উর্ধ্বে মিলবে সূচ-বিহীন ভ্যাকসিন! ট্রায়াল শুরু হচ্ছে শীঘ্রই
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: ভারতে সদ্য ছাড়পত্র পেয়েছে জ়াইডাস ক্যাডিলার (Zydus Cadila) সূচ-বিহীন ভ্যাকসিন জ়াইকভ-ডি (ZyCoV-D)। ১২ বছররে বেশি বয়সিদের এই ভ্যাকসিন দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। শীঘ্রই সেই টিকাকরণ শুরু হবে বলে জানা যাচ্ছে। তবে এ বার তার থেকেও কম বয়সিদের টিকা দেওয়ার কথা ভাবছে সংস্থা। অনুমতি পেলেই ৩ থেকে ১২ বছর বয়সিদের জন্য এই টিকার ট্রায়াল শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শারভিল প্যাটেল। তিনি জানিয়েছেন, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)-এর ছাড়পত্র পেলেই শুরু হয়ে যাবে ৩-১২ বছর বয়সিদের জন্য টিকার ট্রায়াল। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সেই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সংস্থার কর্ণধার জানান, টিকাকরণের ক্ষেত্রে আগে প্রাপ্তবয়স্কদের গুরুত্ব দেওয়া হয়েছে। পরে শিশুদের কথা ভাবা হয়েছে। সেই হিসেবেই এবার ৩ থেকে ১২ বছর বয়সিদের জন্য টিকার কথা ভাবা হচ্ছে, কারণ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সফল এই টিকা। বিশ্বের মোট ৫০টি দেশে এই টিকার ট্রায়াল চালানো হয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়সি ১৪০০ জনের ওপর টিকার ট্রায়াল চালানো হয়েছে বলে জানিয়েছেন এমডি শারভিল প্যাটেল। তবে এখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলেই আশ্বস্ত করেছেন তিনি।

তিনি আরও জানান, এই ভ্যাকসিনের ট্রায়ালের ফল সামনে এসেছে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন। তাই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, ডেল্টার ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা ৬৬ শতাংশ।

এ দিকে শুক্রবারই ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড থেকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র পেয়ে গিয়েছেদেওয়া হয়েছে জ়াইডাস ক্যাডিলার এই ভ্যাকসিনকে। শনিবারই সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অক্টোবর মাস থেকেই প্রতিমাসে ১ কোটি ডোজ় ভ্যাকসিন উৎপাদন শুরু হয়ে যাবে। এটি বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন। পাশাপাশি এটি বিশ্বের একমাত্র সূচ বিহীন ভ্যাকসিনও বটে। তিন ডোজ়ের এই টিকা আগামিদিনে ভারতের টিকাকরণ কর্মসূচিতে পথ দেখাতে পারে বলে আশা বিশেষজ্ঞদের।
আপাতত ১২ বছরের উর্ধ্বে শিশুদের শরীরে এই টিকা প্রয়োগ করা যাবে বলে জানা গিয়েছে। ফলে প্রধানত ১২ উর্ধ্বদের জন্যই সূচ-বিহীন এই টিকা ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে যদিও দাবি করা হয়েছিল, অগস্টের মধ্যেই জ়াইকভ ডি-র প্রায় ৫ কোটি ডোজ় পাওয়া যাবে। কিন্তু এখনই তেমনটা হচ্ছে না।

আপতত দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিনগুলি আমেরিকা থেকে আমদানি করা হলেও শীঘ্রই এর উৎপাদন ভারতেও শুরু হবে বলে জানানো হয়েছে। যদিও তিন ডোজ়ের এই ভ্যাকসিনের দাম কত হবে সেই নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও জানায়নি জ়াইডাস ক্যাডিলা। আরও পড়ুন: স্বস্তির খবর! ভারতীয়দের ফেরাতে কাবুল থেকে প্রতিদিন ওড়ানো যাবে দুটি বিমান

Next Article