কষ্টের ফসল নষ্ট করছিল, প্রতিবাদ করতেই মারধর, আদিবাসী যুবতীর মুখে ঢুকিয়ে দেওয়া হল মল!

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 21, 2024 | 11:47 AM

Crime: ফসলের ক্ষতি হতেই ওই যুবতী প্রতিবাদ করেন। এরপরই বচসা শুরু হয়। জাত, সম্প্রদায় তুলে গালিগালাজ, মারধর করা হয় যুবতীকে। এমনকী, তাঁর মুখে জোর করে মল ঢুকিয়ে দেওয়া হয়।  

কষ্টের ফসল নষ্ট করছিল, প্রতিবাদ করতেই মারধর, আদিবাসী যুবতীর মুখে ঢুকিয়ে দেওয়া হল মল!
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

ভুবনেশ্বর: অমানবিকতার চরম সীমা। আদিবাসী যুবতীকে নির্যাতন, জোর করে মুখে ঢুকিয়ে দেওয়া হল মল! নিন্দনীয় ঘটনাটি ঘটেছে ওড়িশার বোলাঙ্গীর জেলায়। ইতিমধ্যেই পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর বোলাঙ্গীর জেলার জুকাবান্ধা গ্রামে ঘটনাটি ঘটে। নির্যাতিত আদিবাসী যুবতী চাষাবাদ করে। তাঁর জমিতেই ট্রাক্টর চালাচ্ছিলেন এক ব্যক্তি। ফসলের ক্ষতি হতেই ওই যুবতী প্রতিবাদ করেন। এরপরই বচসা শুরু হয়। জাত, সম্প্রদায় তুলে গালিগালাজ, মারধর করা হয় যুবতীকে। এমনকী, তাঁর মুখে জোর করে মানুষের মল ঢুকিয়ে দেওয়া হয়।

যুবতীর এক আত্মীয় তাঁকে মাঠের মধ্যে এভাবে নির্যাতিত হতে দেখে বাঁচাতে যান। তাঁকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পরে নির্যাতিতা ও তাঁর আত্মীয় পুলিশে এফআইআর দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী সমাজে ব্যাপক ক্ষোভের উদ্রেক হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

অন্যদিকে, এই ঘটনা নিয়ে বিজেডি সাংসদ নিরঞ্জন বিসি সাংবাদিক বৈঠক করে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তবে রাজ্য সরকারকে এর দায় নিতে হবে বলেই হুঁশিয়ারি দেন তিনি।

Next Article