আগরতলা: ত্রিপুরা উপজাতি অধ্যুষিত জেলা পরিষদ নির্বাচনের (Tripura Autonomous District Council poll) ফলপ্রকাশের পর থেকেই অশান্ত হয়েছিল গোটা রাজ্য। বিজেপিকে বড় ব্যবধানে হারিয়ে জেলা পরিষদের দখল নিয়েছে ত্রিপুরা রাজ পরিবারের উত্তরসূরী প্রদ্যোত দেববর্মনের দল তিপরা। ফল প্রকাশের পরই মোহনপুর, খোয়াই, গোমতি ও জিরানিয়ায় উত্তেজনা ছড়িয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নেমে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। সেই ঘটনায় ২৪টি মামলা রুজু হয়েছে, গ্রেফতার হয়েছেন ৯ জন।
করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে রয়েছেন বিপ্লব। ফোনে তিনি সংবাদ মাধ্যমকে জানান, কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। কোনওভাবেই হিংসাকে বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, “আমি রাজনৈতিক দল নির্বিশেষে দোষীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছি।” নির্বাচনী ফলপ্রকাশের পর একাধিক জায়গা থেকে সংঘর্ষের খবর এসেছিল। যা নিয়ন্ত্রণ করতে গিয়ে খোয়াই ও গোমতী জেলা প্রশাসন একাধিক নিষেধজ্ঞা জারি করেছিল।
উল্লেখ্য, ত্রিপুরা উপজাতি অধ্যুষিত জেলা পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। জেলা পরিষদের ২৮টি আসনের মধ্যে ১৮টি আসনে জয়লাভ করেছে প্রদ্যওচ মানিক্য দেব বর্মনের তিপরা। বিজেপি (BJP) জোট পেয়েছে মাত্র ৯টি আসন। উপজাতি জেলা পরিষদের দায়িত্ব নিতে চলেছেন ত্রিপুরার রাজবংশের উত্তরসূরী তথা তিপরা প্রধান প্রদ্যোত মানিক্য দেব বর্মন। সিপিএমের ৩ পর্যায়ের শাসনের অবসান ঘটিয়ে প্রধান এগজ়িকিউটিভ সদস্য হতে চলেছেন প্রদ্যোত মানিক্য দেব বর্মন। ২০ এপ্রিল এনইউএআই অডিটরিয়ামে শপথগ্রহণ করবেন প্রদ্যোত। তাঁরই সঙ্গে শপথ নেবেন বাকি ১৮ জন তিপরার জয়ী সদস্যও।
আরও পড়ুন: দমবন্ধ হয়ে ছটফট করছেন করোনা রোগী, তবুও দেওয়া হল না অক্সিজেন! সিসিটিভিতে ধরা পড়ল নির্মম চিত্র