এবার ত্রিপুরাতেও গোরক্ষা থেকে জন্মনিয়ন্ত্রণ বিলের দাবি, সরব বিজেপি বিধায়ক

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 23, 2021 | 6:55 PM

Tripura: সম্প্রতি অসম বিধানসভায় 'গবাদি পশু সংরক্ষণ বিল' পেশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

এবার ত্রিপুরাতেও গোরক্ষা থেকে জন্মনিয়ন্ত্রণ বিলের দাবি, সরব বিজেপি বিধায়ক
ফাইল চিত্র।

Follow Us

আগরতলা: জন্মনিয়ন্ত্রণ বিল কিংবা গোরক্ষা বিল নিয়ে বিজেপি শাসিত উত্তর প্রদেশ, অসম যখন হইচই ফেলে দিয়েছে। সে তালিকায় এবার নাম লেখাতে চাইছে পড়শি রাজ্য ত্রিপুরাও। জন্ম নিয়ন্ত্রণ, গোরক্ষার দাবি নিয়ে বিধানসভার আগামী অধিবেশনে সরব হওয়ার বার্তা দিলেন ত্রিপুরার বিধায়ক সুধাংশু দাস।

ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুধাংশু রায়ের বক্তব্য, “জন বিস্ফোরণ আমাদের দেশের কাছে একটা হুমকি। এ নিয়ে সুর্নিদিষ্ট আইন থাকা দরকার। তা হলেই এই সমস্যার সমাধান হবে। আমাদের ভৌগলিক পরিসরে একটা সীমাবদ্ধতা আছে। সে দিকে খেয়াল রেখে প্রত্যেক রাজ্যের উচিৎ পরিবার পরিকল্পনা নিয়ে আইন প্রণয়ন করা।”

একই সঙ্গে সুধাংশুর দাবি, “শুরু গরু পাচারই নয়, যে কোনও রকমের পাচারই আইন বিরোধী। এ ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন জিরো টলারেন্সে থাকব। সীমান্ত এলাকায় কোনও ধরনের পাচারে মদত দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ করা হবে।” তবে গোরক্ষার বিষয়ে কোনও কড়া সিদ্ধান্ত  নিতে গিয়ে কারও ভাবাবেগে যাতে আঘাত না লাগে সেদিকটা নজর দেওয়া হবে বলেও জানান ত্রিপুরার বিজেপি বিধায়ক।

সম্প্রতি অসম বিধানসভায় ‘গবাদি পশু সংরক্ষণ বিল’ পেশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শুধু অসমই নয়, গোবলয়ের রাজ্য কিংবা গোবলয় ঘেঁষা রাজ্যগুলি, যেখানে বিজেপির শাসন রয়েছে, সকলেই চাইছে গো-সংরক্ষণে কড়া আইন আনতে। সে পথে হাঁটতে চাইছে ত্রিপুরাও। সুধাংশু দাসের কথায়, “আমাদের মা যেমন পূজনীয়। হিন্দু ধর্মে গরুও পরম পূজনীয়। সুতরাং তাদের সংরক্ষণে যদি সংখ্যাগুরুরা সরব হন, সরকার সেই দাবি পূরণে কখনওই নীরব থাকতে পারবে না।”  আরও পড়ুন: সিলেট, ঢাকা, রাজশাহীতে সংক্রমণে মৃত্যুর হার উদ্বেগ বাড়াচ্ছে

Next Article