ভিডিয়ো: তৃণমূল এয়ারপোর্টে নামলেই তালিবানি কায়দায় হামলা চালান, প্রকাশ্যে উস্কানি বিজেপি নেতার

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 18, 2021 | 11:35 PM

তৃণমূল নেতারা বিমানবন্দরে নামলেই তাঁদের উপর 'তালিবানি কায়দায়' হামলা চালানোর নিদান দিয়েছেন তিনি।

ভিডিয়ো: তৃণমূল এয়ারপোর্টে নামলেই তালিবানি কায়দায় হামলা চালান, প্রকাশ্যে উস্কানি বিজেপি নেতার
সীমাহীন উস্কানি বিজেপি নেতার

Follow Us

আগরতলা: ত্রিপুরায় পা রাখার পর থেকেই ক্রমাগত বাধার সম্মুখীন হতে হচ্ছে তৃণমূলকে। ইদানীং সময় একাধিকবার এহেন দাবি করেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। একাধিকবার হামলার শিকারও হতে হয়েছে ঘাসফুলের যুব নেতা ও সাংসদদের। এই নিয়ে তুঙ্গে উঠেছে দুই দলের রাজনৈতিক তরজা। তীব্র বিতর্কের মধ্যেই এ বার প্রকাশ্য মঞ্চে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন ত্রিপুরার এক বিজেপি বিধায়ক। তৃণমূল নেতারা বিমানবন্দরে নামলেই তাঁদের উপর ‘তালিবানি কায়দায়’ হামলা চালানোর নিদান দিয়েছেন তিনি।

হুমকি প্রদানকারী এই বিজেপি বিধায়কের নাম অরুণ ভৌমিক। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় জায়গা পাওয়া ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিকের সম্মানে এ দিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই সেই উস্কানিমূলক বক্তব্য পেশ করেন তিনি। মঞ্চে ভাষণ দেওয়ার সময় তাঁকে বলতে শোনা যায়, “পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে ২৫ বছর ধরে যেই সরকার প্রতিষ্ঠিত হয়ে আছে বিপ্লব দেবের নেতৃত্বে, সেই সরকারের উপর আক্রমণ করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে আবেদন করব, তালিবানি কায়দায় গিয়ে আক্রমণ করতে হবে। এয়ারপোর্টে নামলেই গিয়ে তাঁদেরকে আক্রমণ করতে হবে। প্রতিটি রক্তবিন্দু দিয়ে আমরা এই বিপ্লব দেবের সরকারকে রক্ষ করব। যাতে এখানে তাঁরা ঘাঁটি গাড়তে না পারে।”

তাঁর এই মন্তব্য নতুন করে ত্রিপুরার রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। একই সঙ্গে আরও একটি প্রশ্নও উঠে যাচ্ছে। তা হল- তবে কি বিগত কয়েকদিনে তৃণমূল নেতাদের উপর যে হামলা হয়েছে, তার নেপথ্যেও বিজেপিই রয়েছে?

ত্রিপুরায় যদিও তৃণমূলের বাধা পাওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। দু’দিন আগেই সেখানে গিয়েছিলেন তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ। সেই সময় রাতে তাঁর হোটেলের আলো নিভিয়ে দিয়ে উত্যক্ত করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। অপরদিকে বুধবারই ত্রিপুরায় পা রেখেছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে কোনও হোটেলেই তাঁকে থাকতে দেওয়া হচ্ছে না বলে দাবি। পরপর তিনটি হোটেল তাঁকে ফিরিয়ে দেয়। এরপর চতুর্থ একটি হোটেলে জায়গা পান ঋতব্রত। এই অবস্থায় বিজেপিকে সরাতে প্রয়োজনে তৃণমূলের সঙ্গে জোট করতে রাজি হয়েছে ত্রিপুরা কংগ্রেস। অভিষেক ও দোলাদের উপর হামলা বর্বরোচিত বলা হয়েছে কংগ্রেসের তরফে। আরও পড়ুন: ৩ মন্ত্রীকে বেদম ঝাড়! প্রশাসনিক বৈঠকে রুদ্রমূর্তি মমতার

Next Article