আগরতলা: মাস খানেক আগের একটি আত্মহত্যার ঘটনায় ‘সিট’ গঠন করে তদন্তের নির্দেশ দিল সরকার। ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে এই সিট গঠন করেছে সে রাজ্যের সরকার। এক অশ্লীল ভিডিয়োকে কেন্দ্র করে ওই মহিলাকে নির্মম শাস্তি দেয় গ্রামের মানুষ। তারপরই আত্মঘাতী হন ওই মহিলা। কিছু দিন পর তাঁর স্বামীও আত্মঘাতী হন। দক্ষিণ ত্রিপুরার সাবরুমের ঘটনা।
পুলিশের সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউটের কমান্ডান্ট লাকি চৌহানের নেতৃত্বে তৈরি হয়েছে এই সিট। এ ছাড়া আরও দুই পুলিশ অফিসার রয়েছেন এই টিমে। রয়েছেন সৌম্য দেববর্মা ও এসডিপিও ববিতা ভট্টাচার্য। ত্রিপুরার মানবাধিকার কমিশনও থাকছে এই টিমে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: নেট দুনিয়ায় ‘অন্ধকার’, স্তব্ধ হল বিশ্বের একাধিক বড় ওয়েবসাইট
মহিলার বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁর সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিল। সেই ব্যক্তি না জানিয়ে ঘনিষ্ঠ ভিডিয়ো রেকর্ড করে প্রকাশ করে দেয়। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যেতেই গ্রামের মানুষ ওই মহিলার বাড়ির সামনে এসে জুতো ছুঁড়তে থাকে। মহিলাকে চুল কেটে, নগ্ন করে গোটা গ্রাম ঘোরায়। এরপরই অপমানে আত্মহত্যা করেন ওই মহিলা।
আরও পড়ুন: হাত মেলাতে যেতেই প্রেসিডেন্টের গালে সপাটে চড়, গ্রেফতার দুই