Tripura TMC: ত্রিপুরায় দুষ্কৃতীদের হাতে ফের আক্রান্ত তৃণমূল, ‘অমিত শাহ কি ঘুমোচ্ছেন?’ প্রশ্ন জোড়াফুলের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 24, 2021 | 10:01 PM

TMC in Tripura: ত্রিপুরায় তৃণমূলের নেতা বাপ্পা চক্রবর্তী সহ আরও দুই তৃণমূল কর্মী প্রসেনজিৎ চক্রবর্তী এবং অর্ণব সেনকে একদল দুষ্কৃতী বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়েছে।

Tripura TMC: ত্রিপুরায় দুষ্কৃতীদের হাতে ফের আক্রান্ত তৃণমূল, অমিত শাহ কি ঘুমোচ্ছেন? প্রশ্ন জোড়াফুলের
আলিপুরদুয়ারে দল বদল (প্রতীকী ছবি)

Follow Us

আগরতলা : ত্রিপুরায় তৃণমূলের কর্মীদের ফের বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আজ তেলিয়ামুড়া যাওয়ার পথে বড়মুড়া পার্ক সংলগ্ন এলাকায় তৃণমূল স্টিয়ারিং কমিটির সদস্য আশিস লাল সিনহা ও দলের অন্যান্য নেতা – কর্মীদের আটকে দেয় পুলিশ। তারা তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি এলাকায় দুটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময়ই পুলিশ তাঁদের বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় আটকে দেয় বলে অভিযোগ তৃণমূলের।

অপরদিকে ত্রিপুরায় তৃণমূলের নেতা বাপ্পা চক্রবর্তী সহ আরও দুই তৃণমূল কর্মী প্রসেনজিৎ চক্রবর্তী এবং অর্ণব সেনকে একদল দুষ্কৃতী বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের তরফে অবশ্য গোটা ঘটনার জন্য দায়ি করা হচ্ছে বিজেপিকে।

ত্রিপুরায় বিপ্লব দেবের জমিতে নিজেদের পায়ের তলার মাটি আরও শক্ত করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল। একের পর এক কর্মসূচি। বারবার কলকাতা থেকে আগরতলা উড়ে যাচ্ছেন বাংলার তৃণমূল নেতারা। ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদারদের বার বার দেখা যাচ্ছে আগরতলায়। শাসক দলের অনুগতদের বাধার মুখে পড়তে হচ্ছে। আক্রান্তও হচ্ছেন অনেক সময়। শুক্রবারই দলীয় কর্মসূচিতে বেরিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। অভিযোগ, ত্রিপুরায় তাঁর গাড়ির উপর চড়াও হয়েছিল একদল দুষ্কৃতী। তৃণমূলের বক্তব্য, দুষ্কৃতীরা প্রত্যেকেই বিজেপি আশ্রিত। আইপ্যাকের কিছু কর্মীর সঙ্গে রাজনৈতিক কর্মসূচির রূপরেখা তৈরি করেছিলেন সুস্মিতা দেব। দুষ্কৃতীদের হামলায় আইপ্যাকের বেশ কয়েকজন কর্মীও জখম হয়েছিলেন।

এই সপ্তাহেই পশ্চিম ত্রিপুরার খয়েরপুরের বনিক্কা চৌমহনি এলাকায় তৃণমূল কর্মী দুলাল দাসের উপর চড়াও হয়েছিল একদল দুষ্কৃতী। মঙ্গলবার রাতে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এলাকায় একটি দোকানও রয়েছে দুলালের। দুষ্কৃতীরা লক্ষ্মীপুজোর আগের রাতে ওই দোকানেও হামলা চালায় ও ভাঙচুর করে বলে অভিযোগ করছেন আক্রান্ত দুলাল দাস।

এর পাশাপাশি, খোয়াইয়ের জাম্বুরা গ্রামে আরও এক তৃণমূল কর্মীর উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠেছিল ওই একই দিনে। স্থানীয় তৃণমূল কর্মী সুশীল মোদক ও তাঁর পরিবারের লোকেদের উপর দুষ্কৃতীরা চড়াও হয়েছিল বলে খবর। অভিযোগ, সুশীলের স্ত্রী ও পুত্রকেও রেয়াত করেনি দুষ্কৃতীরা, তাঁদেরও মারধর করা হয়েছে। বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। দুই তৃণমূল কর্মী দুলাল দাস এবং সুশীল মোদক হাসপাতালে ভরতি করা হয়েছিল।

উল্লেখ্য, এই সপ্তাহেই ত্রিপুরায় বিশেষ কর্মসূচি চালু করেছে তৃণমূল। ত্রিপুরার ২০টি শহর, ৫৮ ব্লকের মানুষের কাছে পৌঁছে যাবে তৃণমূল। জনসংযোগে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। ত্রিপুরার সাধারন মানুষের সঙ্গে যোগাযোগ করাই হবে তাদের মূল উদ্দেশ্য। গতকাল এই ঘোষণা করার সময় সুস্মিতা দেব জানিয়েছিলেন, তাঁরা মানুষকে এটাই বোঝাবেন যে কেন তৃণমূলকে সমর্থন করা প্রয়োজন।

আরও পড়ুন : Tripura TMC: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, ভাঙচুর সুস্মিতা দেবের গাড়ি

Next Article