আগরতলা: গত সোমবার নিজের মেয়েকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। থানায় একটি অভিযোগই দায়ের হয়। অভিযোগ করেন খোদ ওই ব্যক্তির পরিবাররে লোকজন। আর তারপরই আজ, উদ্ধার হল অভিযুক্ত ওই ব্যক্তির ঝুলন্ত দেহ (hanging body)।
বুধবার সকালে ত্রিপুরার (Tripura) উত্তর ত্রিপুরা জেলায় উদ্ধার হয়েছে ওই ব্যক্তির দেহ। একটি গাছ থেকে ঝুলতে দেখা যায় ওই দেহ। পরিবারের লোকেরাই তাঁর দেহ দেখতে পায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। দেয় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতের হাতে তুলে দিতে হবে চোকসিকে, আদালতে বলল ডমিনিকা সরকার
গত শুক্রবার ওই ব্যক্তি তার মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে সোমবার দায়ের হয় লিখিত অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: সরকারি কর্মীদের মাথায় হাত, ভ্যাকসিন না নিলে বন্ধ বেতন