মুম্বই: ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি এসইউভি গাড়িকে। তারপর সেই গাড়িটি উল্টে গিয়ে পড়ল সামনের আরও একটি গাড়িতে। এরপর আবার সামনে গাড়িটি নিয়ে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা মারল ট্রাকটি। এভাবে পরপর অন্তত ১২টি গাড়িতে ধাক্কা মেরেছে ট্রাকটি। বৃহস্পতিবার বিকালে মহারাষ্ট্রের খোপোলি এলাকায় অন্যতম ব্যস্ততম সড়ক মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনাটির ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েই মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অন্তত ১২টি গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় কমপক্ষে ৭-৮টি এসইউভি গাড়ি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনায় ৬ জন আহত হয়েছেন। যার মধ্যে ৪ জনের আঘাত গুরুতর।
#WATCH | Collision of 7 vehicles on Mumbai-Pune Expressway at Khopoli, four people injured#Maharashtra pic.twitter.com/lIIuClOERx
— ANI (@ANI) April 27, 2023
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকালে ব্যস্ততম মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে হঠাৎ করেই একটি ট্রাক দ্রুত গতিতে এসে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। তারপর অন্তত ১২টি গাড়িতে পরপর ধাক্কা মারে। যার মধ্যে ৭টি-৮টি গাড়ি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। এই দুর্ঘটনার জেরে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। তারপর পুলিশ দোমড়ানো-মোচড়ানো গাড়িগুলি সরিয়ে যানজট-মুক্ত করে এক্সপ্রেসওয়ে।
প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে। সেদিনও একটি ট্রাক ও একটি এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ৪ জনের মৃত্যু হয়।