Tussle Between Sena and NCP legsilators : মহা বিধানসভা চত্বরে গাজর নিয়ে বচসা, হাতাহাতি দুই শিবিরের নেতার মধ্যে, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 24, 2022 | 4:55 PM

Tussle Between Sena and NCP legsilators : গাজর হাতে বিধানসভা চত্বরে এসেছিলেন এনসিপির বিধান পরিষদের সদস্য। সেই গাজর ছিনিয়ে নিতে যান শিন্ডে শিবিরের এক বিধায়ক। তারপরই শুরু হয়ে যায় হাতাহাতি।

Tussle Between Sena and NCP legsilators : মহা বিধানসভা চত্বরে গাজর নিয়ে বচসা, হাতাহাতি দুই শিবিরের নেতার মধ্যে, দেখুন ভিডিয়ো
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

মুম্বই : মহারাষ্ট্রে শিন্ডে-বিজেপির সরকার গঠন হয়েছে। মহা বিকাশ আগাড়ি জোটের পতন হয়েছে কয়েক মাস হয়ে গেল। তারপর থেকেই শিবসেনার শিন্ডে শিবির ও উদ্ধব শিবিরের মধ্যে চাপা উত্তেজনা লেগেই রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান থেকে একে অপরকে আক্রমণ লেগেই থাকে। এবার শিন্ডে শিবিরের বিধায়কের সঙ্গে এনসিপি বিধান পরিষদের সদস্য়ের প্রকাশ্যে হাতাহাতি বেঁধে গেল। বুধবার তা হল খোদ রাজ্য বিধানসভা চত্বরে।

বুধবার মহারাষ্ট্র বিধানসভায় গাজর হাতে আসেন এক এনসিপি বিধান পরিষদের সদস্য। শিবসেনা-বিজেপি জোটকে খোঁচা দিতেই গাজর হাতে বিধানসভায় আবির্ভূত হন তিনি। তা দেখেই খেপে যান শিন্ডে শিবিরের এক বিধায়ক। তিনি এনসিপি বিধায়কের হাত থেকে গাজর কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ব্য়স! তাতেই হাতাহাতি বেঁধে যায় দুই বিধায়কের মধ্যে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন শিন্ডে শিবিরের বিধায়ক মহেশ শিন্ডে ও এনসিপির বিধান পরিষদের সদস্য আমোল মিতকারির। বাকি বিধায়কদের হস্তক্ষেপে তাঁদের মধ্যে হাতাহাতি থামানো হয়।

প্রসঙ্গত, এর আগে বিজেপি ও শিন্ডে শিবিরের বিধায়করা বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান। তাঁদের বিক্ষোভ দেখানোর নিশানা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য ঠাকরে। প্ল্য়াকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা। ওঠে স্লোগানও। বৃহান্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) এ আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়। তাঁরা আরও দাবি করেন যে, ক্ষমতার জন্য় হিন্দুত্বের সঙ্গে আপোস করেছেন উদ্ধব ঠাকরে। কিছু কিছু ব্য়ানারে লেখা ছিল, ‘কোভিড-১৯ এর ভয়ে রাজা ঘরে ছিল। সেই সময় যুবরাজের বন্ধুরা গুপ্তধন লুঠ করেছে।’ এই বিক্ষোভের পর দুই শিবিরের মধ্যে উত্তেজনা বাড়ে। যা পরে এনসিপি বিধান পরিষদের সদস্য ও শিন্ডে শিবিরের বিধায়কের মধ্যে হাতাহাতিতে শেষ হয়। এদিকে শিন্ডে শিবিরের বিধায়ক ভারত গোগাওয়ালে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা যখন প্রতিবাদ করছিলেন সেই সময় বিরোধীদের তাঁদের কাছে আসা উচিত হয়নি। তিনি বলেন, ‘তাঁরা প্রথমে ঝগড়া শুরু করেছে। তাঁরা যখন এতদিন প্রতিবাদ করেছেন আমরা তখন নাক গলায়নি।’

Next Article