দিল্লিতে বসেও কলকাতার মতো দুর্গাপুজোর স্বাদ পেতে চান? এই ইচ্ছাও পূরণ হবে এবার। টিভি৯ নেটওয়ার্ক তার বহুল প্রতীক্ষিত ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’ নিয়ে চলে এসেছে রাজধানীবাসীর দরবারে।
এই উৎসবের সবচেয়ে বড় চমক হল দিল্লির সবচেয়ে উঁচু দুর্গা পুজো। প্যান্ডেলকে গর্বিতভাবে উপস্থাপন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসবের উল্লাস দুই একসঙ্গে উপভোগ করতে চাইলে যেতেই হবে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে।
কবে কী থাকছে এই পুজোয়?
ধ্যানচাঁদ স্টেডিয়ামে ৯-১৩ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি চলবে এই ফেস্টিভ্যাল। ৯ অক্টোবর ষষ্ঠীতে সন্ধেবেলা শাঁখ বাজানোর প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় দুর্গাপুজোর।
১০ অক্টোবর সন্ধেবেলা ৬-৭ মধ্যে থাকবে আল্পনা বা রঙ্গোলির প্রতিযোগিতা। ১১ অক্টোবর, সন্ধে সাড়ে ৬টা থেকে থাকছে গরবা ও ডান্ডিয়া খেলার আয়োজন। সঙ্গে নবরাত্রি উদযাপন।
তবে ঢাকের বোল আর ধুনুচি নাচ ছাড়া কি দুর্গাপুজো হয়? থাকবে সেই ব্যবস্থাও। ১১ তারিখ রাত ৮টা থেকে সাড়ে ৯টা অবধি থাকবে ধুনুচি নাচের প্রতিযোগিতা।
১২ অক্টোবর দিনটি শিশুদের জন্য। থাকবে ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতাও।
আয়োজন করা হয়েছে আনন্দমেলা ফুড এক্সট্রাভ্যাগেঞ্জা! ১২ অক্টোবর বিকেল ৪টে থেকে টিভি৯ পরিবারের সদস্যরা মিলে মেতে উঠবে সেই আনন্দে। এছাড়াও থাকছে সিদুঁর খেলা, গানের লড়াই আরও অনেক কিছুই।