নয়াদিল্লি: প্রতিদিন নানা অনুষ্ঠান। প্রতিযোগিতা। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া উৎসব। দুর্গাপুজোয় মেতে উঠতে দর্শনার্থীদের জন্য নানা রকম ব্যবস্থা রয়েছে ফেস্টিভাল অব ইন্ডিয়া। শুক্রবার মহাষ্টমী। এই মহাষ্টমীতে ডান্ডিয়া আর গরবার ছন্দে মেতে উঠতে পারবেন দর্শনার্থীদের। রয়েছে ধুনুচি নাচের প্রতিযোগিতাও।
৯ অক্টোবর ফেস্টিভাল অব ইন্ডিয়া শুরু হয়েছে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। শুক্রবার এই উৎসবের তৃতীয় দিন। সন্ধি পুজো দিয়ে মহাষ্টমী শুরু হয়। এরপর মায়ের ভোগ আরতি রয়েছে। মহাষ্টমীতে রয়েছে একাধিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ডান্ডিয়া ও গরবা নাচের তালে পা মেলাতে পারবেন দর্শনার্থীরা। আবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ধুনুচি নাচের প্রতিযোগিতা রয়েছেন। দর্শনার্থীরা তাতে অংশ নিতে পারেন।
ফেস্টিভাল অব ইন্ডিয়ায় ২৫০টির বেশি স্টল রয়েছে। স্টলগুলিতে নানা জিনিস পাবেন। নিজের পছন্দমতো কেনাকাটা করতে পারেন দর্শনার্থীরা। যাঁরা খেতে ভালবাসেন, তাঁদের জিভেও জল আসবে ফেস্টিভাল অব ইন্ডিয়ায় প্রবেশ করলেন। ভারতের নানা প্রান্তের খাবারের স্টল রয়েছে এখানে। দিল্লির স্ট্রিট ফুড থেকে শুরু করে লউনউয়ের কাবাব পাবেন। রয়েছে বাংলার নানা রকমের মিষ্টি।
ফেস্টিভাল অব ইন্ডিয়া উৎসবে সামিল হতে কোনও প্রবেশমূল্য লাগবে না। এখানে এসে দর্শনার্থীরা আনন্দে মেতে উঠতে পারেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।