Duologue NXT: বরুণ দাসের সঙ্গে শিল্পের বিশ্বায়নের স্বপ্ন নিয়ে কথা বললেন Duologue NXT-এর নতুন অতিথি শফিনা ইউসুফ আলি
Duologue NXT with Barun Das: শফিনার সঙ্গে কথোপকথন সম্পর্কে TV9 নেটওয়ার্কের এমডি সিইও বরুণ দাস বলেন, শিল্প হল একটি অভিব্যক্তি। কিন্তু বণিজ্যিক দিকও থাকা প্রয়োজন, কারণ সৃজনশীলতার ক্ষেত্রে আর্থিক সংস্থানও জরুরি। তাঁর কথায় শফিনার তৈরি করা 'রিজক আর্ট ইনিশিয়েটিভে' শুধুমাত্র একটি আর্ট ফাউন্ডেশন নয়, এটি ইকনমি অব এক্সপ্রেশনও বটে।

নয়া দিল্লি: নতুন চেহারায় আত্মপ্রকাশ করেছে ডুয়োলগ (Duologue)। TV9 নেটওয়ার্কের এমডি সিইও বরুণ দাস ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’-এর পর এবার Duologue NXT শিরোনামে যে নতুন অনুষ্ঠান শুরু হয়েছে, সেখানে একের পর এক অতিথি তাঁদের জীবনের কাহিনি তুলে ধরছেন। এবার সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হলেন শফিনা ইউসুফ আলি। শিল্প, সংস্কৃতি থেকে শুরু করে নেতৃত্ব, বরুণ দাসের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বললেন শফিনা।
র্যাডিকো খৈতান প্রযোজিত Duologue NXT -এর নতুন এই এপিসোডে ‘রিজক আর্ট ইনিশিয়েটিভে’র প্রতিষ্ঠাতা শফিনা কথা বললেন তাঁর কাজকর্ম ও পরিকল্পনা নিয়ে। বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলি এমএ-র কন্যা তিনি। অক্সফোর্ড ও কেমব্রিজের করিডর বোর্ডরুম থেকে আবু ধাবির করিডর, পুরো জার্নির কথা তলে ধরেন শফিনা। শিল্পের সঙ্গে বুদ্ধিমত্তা কীভাবে মিশেছে, সেটাই উঠে এসেছে এই এপিসোডে।
ডুয়োলগে হাজির হয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, সে সম্পর্কে শফিনা বলেন, “প্রতিটি কথোপকথন খুব গুরুত্বপূর্ণ। বরুণ দাস এমন একজন হোস্ট, যিনি বিভিন্ন বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। কর্পোরেট জগতে একজন মহিলাকে একজন পুরুষ কীভাবে দেখেন, তা বরুণ দাসের সঙ্গে এই কথোপকথনে উঠে এসেছে।”
শফিনার সঙ্গে কথোপকথন সম্পর্কে TV9 নেটওয়ার্কের এমডি সিইও বরুণ দাস বলেন, শিল্প হল একটি অভিব্যক্তি। কিন্তু বণিজ্যিক দিকও থাকা প্রয়োজন, কারণ সৃজনশীলতার ক্ষেত্রে আর্থিক সংস্থানও জরুরি। তাঁর কথায় শফিনার তৈরি করা ‘রিজক আর্ট ইনিশিয়েটিভে’ শুধুমাত্র একটি আর্ট ফাউন্ডেশন নয়, এটি ইকনমি অব এক্সপ্রেশনও বটে।
১৭০০ স্কোয়ার মিটার থেকে শুরু করে আবু ধাবিতে এই প্রতিষ্ঠান শিল্পের দুনিয়ায় এক বিপ্লব তৈরি করেছে। বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনই শফিনার মূল উদ্দেশ্য। যেমন একজন ইন্দোনেশিয়ান শিল্পী, একজন ভারতীয় শিল্পী ও একজন ইরাকি শিল্পীকে পাশাপাশি রেখে শিল্পচর্চায় বিশ্বাসী তিনি।
আগামিদিনে কী পরিকল্পনা এই প্রশ্ন করা হলে শফিনা বলেন, “একটি গ্লোবাল কালচারাল হাব তৈরি করার স্বপ্ন আছে। যার মাধ্যমে ভারত ও আরব আমিরশাহী থেকে শিল্পীদের বিশ্বের দরবারে পাঠানো হবে। আর বিশ্বের অন্যান্য দেশের শিল্পীদের ভারতে আনা হবে।”
শফিনা ইউসুফ আলির সঙ্গে Duologue NXT-এর নতুন এপিসোড দেখা যাবে News9 Plus অ্যাপে, ৮ অক্টোবর ঠিক রাত সাড়ে ১০টায়।
