নয়া দিল্লি: আরও একবার ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভ নিয়ে প্রস্তুত TV 9 নেটওয়ার্ক। আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র দ্বিতীয় সংস্করণ। এবারের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ক্রীড়া জগৎ থেকে বিনোদন, অর্থনীতি, শিল্প ও রাজনীতির সঙ্গে যুক্ত দেশ তথা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” কনক্লেভের তৃতীয় দিনে অনুষ্ঠিত হতে চলেছে ‘সত্তা সম্মেলন’। ওই দিনের অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। এই আলোচনায় অংশ নেবেন কংগ্রেসের মিডিয়া প্রধান পবন খেড়া।
‘২০২৪ সালে ক্ষমতা কার?’,এই আলোচনাতেই অংশ নেবেন পবন খেড়া। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রস্তুতি নিয়ে কথা বলবেন তিনি। বিগত ১০ বছর ধরে ক্ষমতাচ্যুত কংগ্রেসের এবার গদিতে ফিরে আসার সম্ভাবনা কত? কী প্রস্তুতি নিয়ে কংগ্রেস নির্বাচনে লড়বে, সে বিষয়ে কংগ্রেস নেতারা তাদের মতামত পেশ করবেন।
বিগত ১০ বছর ধরে কেন্দ্রে শাসন করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার। আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ-কে হারানোর জন্য তৈরি বিরোধী জোট- ইন্ডিয়ার শরিকি দলগুলি কতটা প্রস্তুত এবং জোট কতটা শক্তি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে? তা নিয়ে আলোচনা করবেন পবন খেড়া। ইন্ডিয়া জোটে আসন ভাগাভাগি নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে ও বিতর্ক তৈরি হচ্ছে, এবং তার মধ্যেও কংগ্রেস কীভাবে নিজেকে কতটা প্রস্তুত করছে, সে বিষয় নিয়েও পবন খেড়া তাঁর মতামত রাখবেন।
হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ এমন একটি মঞ্চ, যেখানে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা তাদের মতামত প্রকাশ করার সুযোগ পান। এই সম্মেলনের শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ‘নতুন ভারতের সাহসিকতা’র গল্প বলবেন। সীমান্তে পড়শি দেশগুলির তৈরি চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করে সেনাবাহিনী, তাও জানাবেন প্রতিরক্ষামন্ত্রী।
শুধু পবন খেড়াই নন, দিল্লির অশোক হোটেলে অনুষ্ঠিত TV9 নেটওয়ার্কের এই অনুষ্ঠানের তৃতীয় দিনে উপস্থিত থাকবেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। গত দুই লোকসভা নির্বাচনে কংগ্রেসের হতাশাজনক ফল এবং আসন্ন নির্বাচনে কংগ্রেসের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও এই অনুষ্ঠানে অংশ নেবেন। বিজেপির নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন তিনি।