WITT: দুনিয়া ঋণ ও কৃতজ্ঞতায় চলে না, মলদ্বীপ নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 26, 2024 | 7:55 PM

S Jaishankar on Maldives: TV9 নেটওয়ার্কের আয়োজিত "হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে" কনক্লেভে মলদ্বীপের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন নিয়েই মুখ খুললেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, "এই দুনিয়া কৃতজ্ঞতা ও অনুগ্রহে চলে না। মানবতা যেমন মানবতা, তেমনই কূটনীতি কূটনীতিই এবং রাজনীতি রাজনীতিই। সারা বিশ্ব অনুগ্রহ বা কৃতজ্ঞতায় চলে না।"

WITT: দুনিয়া ঋণ ও কৃতজ্ঞতায় চলে না, মলদ্বীপ নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী
মলদ্বীপ নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী।
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: প্রতিবেশী দেশের বিপদে বরাবরই পাশে দাঁড়িয়েছে ভারত। কিন্তু প্রতিবেশী দেশগুলি কি সেই সাহায্য মনে রেখেছে? সাম্প্রতিক মলদ্বীপ-লাক্ষাদ্বীপের টানাপোড়েনের দিকে নজর দিলেই বোঝা যায় যে সঠিক সময়ে ভারতের উপকার ভুলে গিয়েছে প্রতিবেশীরা। এ দিন সেই প্রসঙ্গ উঠে আসল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথাতেও।

এ দিন TV9 নেটওয়ার্কের আয়োজিত “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” কনক্লেভে মলদ্বীপের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন নিয়েই মুখ খুললেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, “এই দুনিয়া কৃতজ্ঞতা ও অনুগ্রহে চলে না। মানবতা যেমন মানবতা, তেমনই কূটনীতি কূটনীতিই এবং রাজনীতি রাজনীতিই। সারা বিশ্ব অনুগ্রহ বা কৃতজ্ঞতায় চলে না। অনেক সময় সত্যনিষ্ঠ মন থেকে সাহায্য করলেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।”

মলদ্বীপ নিয়ে তিনি বলেন, “অনেক সময় কূটনীতিই সমস্যার সমাধান করতে পারে। মলদ্বীপে আমাদের ২টো হেলিকপ্টার রয়েছে, মেডিক্যাল পরিষেবার জন্য এটা ব্যবহার হয়। এতে কারা উপকৃত হয়? মলদ্বীপই। ওদেরই এই বিমান চালানোর কথা। তাও কিছু কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমরা বললাম, ঠিক আছে, আলোচনায় বসুন, সমস্যার সমাধান করা হবে। অনেক সময় উদ্দেশ্য ভাল হলেও, সমস্যা তৈরি হয়।”

Next Article