LS Election Exit Poll Results 2024: মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান – বিধানসভা ভোটের ফল উল্টে যাবে লোকসভায়?

Jun 01, 2024 | 7:47 PM

LS Election Exit Poll Results 2024: লোকসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচন হয়েছিল চার রাজ্যে। হিন্দি বলয়ের রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ় - তিন রাজ্যেই বড় জয় পেয়েছিল বিজেপি। দক্ষিণের রাজ্য তেলঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস দলকে পরাস্ত করেছিল কংগ্রেস। কয়েক মাস পরই হয়েছে লোকসভা নির্বাচনে কী ফল হতে চলেছে?

LS Election Exit Poll Results 2024: মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান - বিধানসভা ভোটের ফল উল্টে যাবে লোকসভায়?
বিধানসভা ভোচের ফল লোকসভাতেও ধরে রাখবে বিজেপি?
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচন হয়েছিল চার রাজ্যে। হিন্দি বলয়ের রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ় – তিন রাজ্যেই বড় জয় পেয়েছিল বিজেপি। দক্ষিণের রাজ্য তেলঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস দলকে পরাস্ত করেছিল কংগ্রেস। কয়েক মাস পরই হয়েছে লোকসভা নির্বাচন। ২০১৯ সালে, রাজস্থান এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটে জয় পেলেও, কয়েকমাস পরের লোকসভা ভোটে মুখ থুবরে পড়েছিল কংগ্রেস। এবারও কি তাই হবে? বিধানসভা ভোটে জয়ের ধারা রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়ে ধরে রাখতে পারবে বিজেপি?

* বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

TV9, পোলস্ট্র্যাট এবং পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষার ফল বলছে, মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ়ে ক্লিন সুইপ করবে বিজেপি। মধ্য প্রদেশে ২০১৯ সালে ২৯টি আসনের মধ্যে ২৮টিতেই জিতেছিল বিজেপি। একটি আসনে দিতেছিল কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার সেই আসনটিও জিতে নিতে পারে বিজেপি। আর ছত্তীসগঢ়ে ২০১৯-এ ১১টি আসনের মধ্যে ৯টি আসনে দিতেঠছিল বিজেপি, ২টি জিতেঠিল কংগ্রেস। এবার ১১টি আসনেই জয়ী হতে পারে বিজেপি।

রাজস্থানে অবশ্য সব আসন জয় সম্ভব হবে না গেরুয়া শিবিরের পক্ষে। রাজস্থানে ২৫ আসনের মধ্যে ১৯টি আসন জিততে পারে বিজেপি তথা এনডিএ। ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ৫টি, যার মধ্যে কংগ্রেস পেতে পারে ৪টি আসন। এছাড়া অন্যান্যদের ঘরে যেতে পারে ১টি আসন। ২০১৯-এ রাজস্থানে কিন্তু ২৫টি আসনই জিতেছিল এনডিএ। বিজেপি জিতেছিল ২৪টি আসনে।

এবার আসা যাক তেলঙ্গানার কথায়। মাস খানেক আগেই বিআরএস-এর হাত থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস। এই দক্ষিণী রাজ্যেও ভাল ফল করতে চলেছে বিজেপি। ২০১৯-এ এই রাজ্যের ১৭টি আসনের মধ্যে ৪টি আসনে জিতেছিল বিজেপি। কেসিআর-এর বিআরএস পেয়েছিল ৯টি আসন। কংগ্রেস পেয়েছিল ৩টি আসম এবং এআইমিম পেয়েছিল ১টি আসন। বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার এনডিএ তথা বিজেপি জিততে পারে ৭ আসনে। আর ইন্ডিয়া তথা কংগ্রেস জিততে পারে ৮ আসনে। কেসিআর-এর বিআরএস পেতে পারে মাত্র ১টি আসন। এআইমিমও সম্ভবত এবারও ১টি আসন ধরে রাখবে।

Next Article