African Swine Fever : দেশে ফের থাবা আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের! সতর্কতা জারি সরকারের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 01, 2022 | 8:22 PM

African Swine Fever : কেরলের দুই জেলায় আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের হদিশ মিলেছে। এরপর আগামী সপ্তাহে আরও ১৯৩ টি শূকরকে মেরে ফেলার কথা জানানো হয়েছে।

African Swine Fever : দেশে ফের থাবা আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের! সতর্কতা জারি সরকারের
প্রতীকী ছবি

Follow Us

তিরুবনন্তপুরম : কেরলে দুই আফ্রিকান সোয়াইন ফ্লুয়ে আক্রান্তের খোঁজ মিলল। একটি কন্নৌড় থেকে অন্যটি ওয়ানাদ জেলায়। সোমবার কন্নৌর জেলার আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, রবিবার সেখানে আফ্রিকার সোয়াইন ফ্লুতে আক্রান্তের খোঁজ মিলেছে। এই সংক্রমণের পরই জেলার কালেক্টররা বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন।

প্রসঙ্গত, গত সপ্তাহেই আফ্রিকান সোয়াইন ফ্লু-র সংক্রমণ ঠেকাতে কেরলের ওয়ানাদ জেলায় ৩০০-র বেশি শূকর মেরে ফেলা হয়েছিল। এর আগে বিহারে সোয়াইন ফ্লু আক্রান্তের খোঁজ মিলেছিল বিহারে। এবং কিছু উত্তর-পূর্বের রাজ্যেও খোঁজ মিলেছিল এই রোগের। তারপরই কেন্দ্রের তরফে সতর্কতা জারি করা হয়। তখনি নড়েচড়ে বসে কেরল প্রশাসন। সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে প্রায় ৩০০ টি শূকর মেরে ফেলাও হয়। তা সত্ত্বেও গতকাল কেরল থেকে সোয়াইন ফ্লুতে আক্রান্তের খোঁজ মিলেছে। এই আবহে প্রাণী সম্পদ বিভাগ ভাইরাসের বিস্তার নিয়ে সতর্কতা জারি করেছে। ওয়ানাদের প্রাণী সম্পদের ডেপুটি ডিরেক্টর ডাঃ রাজেশ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, সুলতান বাথেরির নেনমেনি খামারের আশেপাশের ১৯৩ টি শূকরকে এই সপ্তাহে মারতে হবে। এই রোগ ছড়িয়ে পড়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ করতে হবে।

খাদ্য ও কৃষি সংস্থা (Food and Agriculture Organization) অনুযায়ী, আফ্রিকান সোয়াইন ফ্লু গৃহপালিত শূকরের একটি অত্যন্ত সংক্রামক ও মারাত্মক ভাইরাল রোগ। ১৯২১ সালের পূর্ব আফ্রিকার কেনিয়াতে প্রথম এই রোগের হদিশ মেলে। সেই সময় অসংখ্য শূকর মারা গিয়েছিল। আফ্রিকার বুনো শূকর থেকেই এই রোগের বিস্তার হচ্ছিল বলে জানা গিয়েছে।

Next Article