সিমলা: মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে ভয়াবহ দুটি দুর্ঘটনার সাক্ষী হল সিমলা (Shimla)। দুটি দুর্ঘটনাই ঘটেছে আপেল বোঝাই ট্রাকের সঙ্গে সিমলার ছাইলা এলাকায়। দুটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৪ জনের। আপেল বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দুর্ঘটনাটির ভয়াবহ ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিমাচল প্রদেশের সিমলায় আপেল বোঝাই ট্রাকের প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। আপেল বোঝাই করে ট্রাকটি ছাইলা এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরপর চারটি গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায়। শেষ যে গাড়িটিতে ধাক্কা মেরেছিল, সেই গাড়িটি আপেল বোঝাই ট্রাকের একেবারে নীচে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়ির ভিতরে থাকা ২ আরোহীর। এই দুর্ঘটনার জেরে ওই রুটে যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে দুর্ঘটনাগ্রস্ত আপেল-বোঝাই ট্রাক-সহ অন্যান্য গাড়িগুলি সরায়। তারপর যান চলাচল শুরু হয়।
এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার সকালে সিমলায় দুর্ঘটনার কবলে পড়ে আরও একটি আপেল বোঝাই ট্রাক। ট্রাকটি সিমলা-কিন্নর ৫ নম্বর জাতীয় সড়ক দিয়ে সিমলার দিকে আসছিল। হাইওয়ের উপরই থিয়োগগামী একটি পিক-আপ ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্ত পিক-আপ ভ্যান ও ট্রাকটির চালক গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাঁরা ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
Dangerous accident in Shimla Himachal Pradesh pic.twitter.com/WFBk8eapOz
— Go Himachal (@GoHimachal_) August 8, 2023
প্রসঙ্গত, কাশ্মীর, হিমাচল প্রদেশ আপেল ফলনের জন্য বিখ্যাত। এই সমস্ত রাজ্য থেকে আপেল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়। এদিনও ট্রাকে করে আপেল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরবরাহ করা হচ্ছিল। অত্যন্ত দ্রুত গতিতে আপেল ট্রাকগুলি যাচ্ছিল। এদিকে, বৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল হয়ে রয়েছে। তার ফলেই গতকাল সন্ধ্যায় এবং এদিন সকালে দুর্ঘটনা দুটি ঘটে বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুর্ঘটনা দুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিমলা পুলিশ।