Amit Shah: ঘুষ দিয়ে নিজেদের সরকার টিকিয়ে রেখেছিল, কংগ্রেসকে তোপ শাহের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 09, 2023 | 8:03 PM

Amit Shah: অনাস্থা প্রস্তাব সাংবিধাবিক পদ্ধতি। আমাদের কোনও আপত্তি নেই। এটা সংবিধানে রয়েছে। কিন্তু, কংগ্রেস এর আগে বারবার পূর্বতন সরকারের অনাস্থা এনেছিল এবং ঘুষ দিয়ে নিজেদের সরকার টিকিয়ে রেখেছিল বলে তোপ দাগেন শাহ।

Amit Shah: ঘুষ দিয়ে নিজেদের সরকার টিকিয়ে রেখেছিল, কংগ্রেসকে তোপ শাহের
লোকসভায় অনাস্থা ভোট নিয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Image Credit source: sansad tv

Follow Us

নয়া দিল্লি: কংগ্রেস সবসময় ক্ষমতা চায়। সেজন্যই বারবার বিভিন্ন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে বলে বুধবার তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবারে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও জনগণকে বিভ্রান্ত করতেই বিরোধী জোট নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বলে তোপ দাগেন তিনি। এপ্রসঙ্গে অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারে লোকসভার নিয়মও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন অমিত শাহ জানান, ১৯৭৫ সালে মন্ত্রিপরিষদ লোকসভার অনুচ্ছেদ ৭৫-এ নিয়ম অনুসারে অনাস্থা প্রস্তাব রাখে। কিন্তু, এবার জনগণকে বিভ্রান্ত করতেই মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে বিরোধীদের তোপ দাগেন তিনি। জনগণের মোদী সরকারের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে বিরোধীদের উদ্দেশে শাহর কটাক্ষ, বিরোধীদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রতি বিশ্বাস নেই, সংসদের প্রতি বিশ্বাস নেই এবং জনগণের প্রতিও বিশ্বাস নেই।

অনাস্থা প্রস্তাব সাংবিধাবিক পদ্ধতি। আমাদের কোনও আপত্তি নেই। এটা সংবিধানে রয়েছে। কিন্তু, কংগ্রেস এর আগে বারবার পূর্বতন সরকারের অনাস্থা এনেছিল এবং ঘুষ দিয়ে নিজেদের সরকার টিকিয়ে রেখেছিল বলে তোপ দাগেন শাহ। তিনি বলেন, “১৯৯৩ সালের জুলাইয়ে নরসিমহা রাওয়ের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। জেএমএম-কে ঘুষ দিয়ে সেই অনাস্থা প্রস্তাব জিতেছিলেন তিনি। ২০০৮-এ আস্থা ভোট করেছিল মনমোহন সরকার।” শাহের অভিযোগ, “সাংসদদের কোটি কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছিল। সাংসদরা সেই অর্থ প্রদানের কথা ফাঁস করে দিয়েছিলেন।” অথচ বিজেপি সেদিকে হাঁটে না জানিয়ে তিনি আরও বলেন, “১ ভোটের জন্য পরাজিত হয়েছিল বাজপেয়ী সরকার। আমরা সেই সময় অবৈধ পথে সরকার বাঁচানোর চেষ্টা করিনি।” বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনপ্রিয় নেতা এবং দেশবাসীর তাঁর প্রতি আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Next Article