Amritsar Temple Attack: ভারতে নাশকতার ছক কষছে পাকিস্তানিরা? মধ্যরাতে অমৃতসরের মন্দিরে বোমা হামলা! বড় দাবি কমিশনারের

Avra Chattopadhyay |

Mar 15, 2025 | 2:30 PM

Amritsar Temple Attack: ইতিমধ্য়ে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মন্দির পাশ্বর্বর্তী এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নিরাপত্তা।

Amritsar Temple Attack: ভারতে নাশকতার ছক কষছে পাকিস্তানিরা? মধ্যরাতে অমৃতসরের মন্দিরে বোমা হামলা! বড় দাবি কমিশনারের
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ
Image Credit source: X - PTI

Follow Us

অমৃতসর: শুক্রবার মধ্যরাতের অমৃতসরের মন্দিরে হামলা। একটি বাইকে করে চেপে অমৃতসরের ঠাকুরদ্বারা মন্দিরে বোমা ছুড়ল দুই দুষ্কৃতী। ইতিমধ্যে দায়ের হয়েছে FIR। তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের হদিশ পাওয়া চেষ্টা করছে তারা।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতের অন্ধকারে হামলা চালায় দুষ্কৃতীরা। পিঠে একটি ব্যাগ নিয়ে মন্দিরের দিকে বাইক চড়ে এগিয়ে আসতে দেখা যায় তাদের। তারপর সেই ব্যাগ থেকে বোমা বের করে মন্দিরের দিকে ছুড়ে মারে তারা। সেই সময় মন্দিরের ভিতরেই ছিলেন প্রধান পুরোহিত। তবে বোমা আলোড়ন ভিতর অবধি না পৌঁছনোয় জখম হওয়ার হাত থেকে রক্ষা পান তিনি। ইতিমধ্য়ে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মন্দির পাশ্বর্বর্তী এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নিরাপত্তা।

কিন্তু কারাই বা হঠাৎ করে হামলা চালাল? এই নিয়ে এখনও ধন্দে পুলিশ। অবশ্য, মন্দিরে বোমার মারার প্রসঙ্গে অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত ভুল্লারের দাবি, এই হামলার নেপথ্যে সম্ভবত পাকিস্তানিদের হাত রয়েছে। তাঁর আরও সংযোজন, ‘আমরা তদন্ত চালাচ্ছি। অত্যন্ত গুরুত্বর সঙ্গে এই ঘটনাকে দেখা হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তদের পাকড়াও করব বলেই আশাবাদী।’

হামলা প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজ্যকে বারংবার মাদক ও অশান্তির দিকে ঠেলে দিচ্ছে একদল, এমনটাই দাবি তাঁর। পাশাপাশি, তাঁর আরও দাবি, ‘পঞ্জাব পুলিশের অতিসক্রিয়তার কারণেই নানা বিপদ থেকে রেহাই পাচ্ছেন রাজ্যবাসীরা।’