Viral Video: ‘এ সিপাহী…ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করাব’, পুলিশকে পুতুল বানিয়ে নাচালেন লালু-পুত্র!

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 15, 2025 | 4:05 PM

Tej Pratap Yadav: রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্টেজে বসে রয়েছেন। এক পুলিশকর্মীর দিকে আঙুল তুলে বলেন, "এই সিপাহী, একটা গান বাজানো হবে, তাতে তোমায় নাচতে হবে। বুরা না মানো, হোলি হ্যায়। ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করিয়ে দেব"।

Viral Video: এ সিপাহী...ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করাব, পুলিশকে পুতুল বানিয়ে নাচালেন লালু-পুত্র!
তেজ প্রতাপ সিংয়ের দাদাগিরি।
Image Credit source: PTI

Follow Us

পটনা: ক্ষমতার আস্ফালন? পুলিশকে হাতের পুতুল বানিয়ে নাচালেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের বড় ছেলে তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদব। হোলির অনুষ্ঠানেই তাঁকে বলতে দেখা গেল, “এই সিপাহী…যদি ঠুমকা না লাগাও, তাহলে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে”।

শুক্রবার পটনায় লালু প্রসাদ যাদবের বাড়িতেই হোলি পার্টি হচ্ছিল। রাষ্ট্রীয় জনতা দলের নেতা ও কর্মীদের জন্য ওই পার্টি রাখা হয়েছিল। সেখানে নিরাপত্তার জন্য কয়েকজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এক পুলিশকর্মীর সঙ্গেই এমন অভব্য আচরণ করেন তেজ প্রতাপ যাদব।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্টেজে বসে রয়েছেন। এক পুলিশকর্মীর দিকে আঙুল তুলে বলেন, “এই সিপাহী, একটা গান বাজানো হবে, তাতে তোমায় নাচতে হবে। বুরা না মানো, হোলি হ্যায়। ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করিয়ে দেব”। পুলিশ কর্মীও বাধ্য হয়ে নাচ করেন।

ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে।  বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, “যেমন বাবা, তেমন ছেলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন আইন-শৃঙ্খলাকে তার তালে নাচাতেন এবং বিহারকে জঙ্গলরাজে পরিণত করেছিলেন, এখন তাঁর ছেলে ক্ষমতায় না থেকেও, হুমকি দিয়ে ও চাপ সৃষ্টি করে আইন ও আইনের রক্ষকদের নাচাচ্ছেন। সাসপেন্ড করার ভয় দেখিয়ে তিনি পুলিশকর্মীকে নাচাচ্ছেন। এতেই বোঝা যায় আরজেডি জঙ্গলরাজে বিশ্বাস করে। ভুল করে যদি এরা ক্ষমতায় আসে, তাহলে এরা আইন ভাঙবে, আর আইন রক্ষকদের নাচাবে। এটা তো শুধু ট্রেলার।”

Next Article