Bangla NewsIndia Two central ministers visit TV9 festival of India
TV9 Festival of India: টিভি৯-র দুর্গাপুজোয় দুই কেন্দ্রীয় মন্ত্রী, দিলেন পুজো
TV9 Festival of India: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। কলকাতার পুজোর আমেজ দিল্লিতে যাবে সবাই পেতে পারেন, সেজন্য এই উদ্যোগ। ফেস্টিভাল অব ইন্ডিয়ায় দেশ-বিদেশের ২৫০-র বেশি স্টল রয়েছে। রয়েছে দেশের নানা প্রান্তের খাবার। প্রত্যেকদিন নানা অনুষ্ঠান হচ্ছে। ৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। সাধারণ মানুষ যেমন উৎসবে সামিল হচ্ছেন, বিশিষ্টজনরাও উৎসবের শোভা বাড়াচ্ছেন। শুক্রবার উৎসবে সামিল হন দুই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং পীয়ূষ গোয়েল।