Earthquake at Meghalaya: ৫ ঘণ্টার ব্যবধানে পরপর দু-বার ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়, বাড়ছে আতঙ্ক

গত সপ্তাহেও রবি ও সোম, পরপর দু-দিন ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চল।

Earthquake at Meghalaya: ৫ ঘণ্টার ব্যবধানে পরপর দু-বার ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়, বাড়ছে আতঙ্ক
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2023 | 9:09 AM

তুরা: ৫ ঘণ্টার মধ্যে দু-বার কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলের মাটি। সোমবার রাতের পর মঙ্গলবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়। যদিও কম্পনের তীব্রতা ছিল অনেকটাই কম। তবে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে পরপর দু-বার ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মেঘের দেশে।

জাতীয় ভূকম্প সেন্টার সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ৫৭ মিনিট নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় মেঘালয়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৭ এবং কম্পনের উৎসস্থল ছিল তুরার ৫৯ কিলোমিটার উত্তরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ২৯ কিলোমিটার গভীরে। এটা ছিল এদিনের দ্বিতীয় ভূকম্প।

প্রথম কম্পনটি অনুভূত হয় মঙ্গলবার ভোররাতে, ২টো ৪৬ মিনিট নাগাদ। রিখটার স্কেলে ওই কম্পনেরো তীব্রতা ছিল ৩.২। সেই কম্পনের উৎসস্থল ছিল মণিপুরের নোনি এলাকা, ভূ-পৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। যদিও দুটি ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেও রবি ও সোম, পরপর দু-দিন ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। রবিবার দুপুরে প্রথমে মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশ এবং তারপর সোমবার বিকালে ভূমিকম্প অনুভূত হয় মণিপুর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৩.৮ এবং ৩.৬। ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর ভারতের বিভিন্ন পার্বত্য অঞ্চলে পরপর ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক বাড়ছে।

অন্যদিকে, এদিন ভোররাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের মাটিও। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.১। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে এই নিয়ে গত পাঁচদিনের মধ্যে ফের কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। ফলে চাঞ্চল্য ছড়িয়েছে।