Karnataka Murder Case: বাড়ির ছোট শিশু কি লুকোচুরি খেলে? এই মর্মান্তিক ঘটনা জানলে ভয় পাবেন!
Child Death: পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল ওই দুই শিশু। সেই সময়ই চোখের আড়ালে থাকা একটি পরিত্যক্ত ফ্রিজার তাদের চোখে পড়ে।

মহিশূর: কর্নাটকে (Karnataka) ঘটল এক মারাত্মক দুর্ঘটনা। এমন কাণ্ড হবে তা হয় কেউ ভাবতেই পারেনি। দুই ছোট শিশু কন্যার মৃত্যুর কারণ জেনে হতবাক হয়ে গিয়েছেন সকলে। মহিশূরের মেসেজ গ্রামে লুকোচুরি (Hide and Seek) খেলতে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে, জানা গিয়েছে লুকোচুরি খেলেতে গিয়ে ওই দুই শিশু একটি পরিত্যক্ত ফ্রিজারে লুকিয়ে ছিল, সেখানেই দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুই শিশু একজনের বয়স ৭ বছর অন্যজনের বয়স ১২ বছর। পুলিশের কাছে থেকে গোটা ঘটনার বিবরণ পেয়ে অনেকেই তাদের মর্মান্তিক মৃত্যুর কথা জেনে অনেকেই ভয় পেয়ে গিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল ওই দুই শিশু। সেই সময়ই চোখের আড়ালে থাকা একটি পরিত্যক্ত ফ্রিজার তাদের চোখে পড়ে। ফ্রিজারের দরজা খুলে সেখানে লুকিয়ে, আবার দরজা বন্ধ করে দিয়েছিল ওরা। বন্ধ করতেই স্বয়ংক্রিয়ভাবে ফ্রিজারের দরজা লক হয়ে গিয়েছিল, এবং দু’জন ভিতরেই আটকে পড়ে। কিছুক্ষণ পরে ওই দুই শিশুর পরিবার বুঝতে পারে, তাদের সন্তান নিখোঁজ। আশেপাশের বাসিন্দাদের থেকে পরিবার যখনই জানতে পারে যে ওই দু’জন লুকোচুরি খেলছিল, তখনই তারা ওই ফ্রিজারে খুলে তাদের সন্তানের নিথর দেহ দেখতে পান। পুলিশ জানিয়েছে, তাদের না জানিয়েই মৃত দুই শিশুর শেষকৃত্য করেছে পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশষ। এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা খুঁজে দেখছে তারা।
আরও পড়ুন TV9 Explained: ‘হিন্দি রাষ্ট্রভাষা ছিল, আছে এবং থাকবে’, অজয়ের দেবগণের এই দাবি আদৌ সত্যি?