Naxal: ২৮ লক্ষ টাকা ছিল মাথার দাম! পুলিশের এনকাউন্টারে খতম দুই মহিলা নকশাল

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 22, 2023 | 7:30 PM

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা নকশালরা হলেন সুনীতা ও সরিতা। সুনীতা নকশাল এরিয়া কমিটির সদস্য এবং ভোরামদেব কমিটির কমান্ডার। সেই কমিটির সঙ্গে মাওবাদীদেরও যোগাযোগ রয়েছে। ভিস্তার দালাম এলাকায় সরিয়া এক জন সক্রিয় নকশাল সদস্য ছিলেন।

Naxal: ২৮ লক্ষ টাকা ছিল মাথার দাম! পুলিশের এনকাউন্টারে খতম দুই মহিলা নকশাল
প্রতীকী ছবি

Follow Us

বালাঘাট: পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল দুই নকশালের। মৃত নকশালরা মহিলা ব্রিগেডের সদস্য ছিলেন। বেশ কয়েক বছর ধরেই তাঁদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তাঁদের ২জনের জন্য মোট ২৮ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণাও ছিল পুলিশের তরফে। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে নিজেদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। শনিবার ভোরে পুলিশের এনকাউন্টারে প্রাণ হারিয়েছেন ওই দুই মহিলা নকশাল সদস্য। মধ্য প্রদেশের বালাঘাট জেলায় ঘটেছে এই ঘটনা। বালাঘাট জেলার গারহি থানার অন্তর্গত কান্দলা জঙ্গল এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানেই নকশালদের সঙ্গে গুলির চলে। এতে দুই মহিলা নকশালের মৃত্যুর পাশাপাশি অস্ত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা নকশালরা হলেন সুনীতা ও সরিতা। সুনীতা নকশাল এরিয়া কমিটির সদস্য এবং ভোরামদেব কমিটির কমান্ডার। সেই কমিটির সঙ্গে মাওবাদীদেরও যোগাযোগ রয়েছে। ভিস্তার দালাম এলাকায় সরিয়া এক জন সক্রিয় নকশাল সদস্য ছিলেন। দুজনের নামেই ১৪ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।

নকশাল বিরোধী অভিযানে প্রচুর পরিমানে অস্ত্র, গুলি উদ্ধার হয়েছে। ওই জঙ্গলে তল্লাশি অভিযানও চালাচ্ছে পুলিশ।

Next Article