করোনা কড়চা: আপাতত বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা

সুমন মহাপাত্র |

Apr 20, 2021 | 5:05 PM

সকালেই জানা গিয়েছে, বাতিল হয়ে যাচ্ছে আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা। আইসিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে জুন মাসে।

করোনা কড়চা: আপাতত বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: করোনার ঊর্ধ্বগমন অব্যাহত। সংক্রমণ যাতে দ্রুত না ছড়ায় তা নিশ্চিত করতে একের পর এক পরীক্ষা বাতিল করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এ বার আপাতত বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা। ২ মে হওয়ার কথা ছিল ইউজিসি নেট পরীক্ষা (UGC NET)। শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে জানিয়েছেন নেট বাতিল হয়ে যাওয়ার কথা। ভবিষ্যতে পরীক্ষা কবে হবে সে দিন আপাতত ঠিক হয়নি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, পরীক্ষার অন্তত ১৫ দিন আগে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

সকালেই জানা গিয়েছে, বাতিল হয়ে যাচ্ছে আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা। আইসিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে জুন মাসে। এর আগেও একাধিক পরীক্ষা বাতিল হয়েছে করোনা আবহে। প্রথমে মহারাষ্ট্র সরকার বোর্ডের দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করেছিল। তারপর শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিবিএসই দশম শ্রেণির পরিক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বাতিল হয় মেডিক্যাল স্নাতকোত্তর নিট পরীক্ষা।

সিবিএসই পরীক্ষা বাতিলের আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানিয়েছিল বিরোধীরা। একযোগে সওয়াল করেছিলেন কেজরীবাল, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। কেন্দ্র সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার পরও বাতিল করার আর্জি জানিয়েছিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। যদিও সেই আবেদনে এখনও সাড়া দেয়নি কেন্দ্র। শিক্ষামন্ত্রী জানিয়েছেন দশম শ্রেণির মূল্যায়ন হবে বিকল্প পদ্ধতিতে তবে দ্বাদশ শ্রেণি নিয়ে এখনও সেরকম কোনও চিন্তা ভাবনার কথা জানা যায়নি।

উল্লেখ্য, গত দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রাণ হারিয়েছেন ১,৭৬১ জন। যা সর্বকালীন রেকর্ড। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লক্ষেরও বেশি মানুষ। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৫৩০ জন।

আরও পড়ুন: ভ্যাকসিন বাজারে এলে হাহাকার পড়তে পারে, বড় আশঙ্কার কথা জানিয়ে মোদীকে চিঠি মমতার

Next Article