Umar Khalid Interim Bail: দু’সপ্তাহের মুক্তি, দিদির বিয়ে উপলক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন উমর
Umar Khalid: সেই উপলক্ষেই তিনি ১৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিনে আবেদন জানিয়েছিলেন তিনি। সেখানেই উমরের আবেদন শোনেন বিচারক। তারপর নির্দেশ দেন অন্তর্বর্তী জামিনের। বিচারক জানিয়েছেন, ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর মোট ১৩ দিন জেলের বাইরে থাকতে পারবেন উমর। তবে এই অন্তর্বর্তী জামিনের সঙ্গেই বেশ কয়েকটি শর্ত চাপিয়ে দেন তিনি।

নয়াদিল্লি: দিল্লির হিংসার ঘটনায় অভিযুক্ত উমর খালিদকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। প্রায় দু’সপ্তাহের জন্য মুক্তি পাবেন তিনি। চলতি মাসেই তাঁর দিদির বিয়ে। সেই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আবেদন জানিয়েছিলেন উমর। আপাতত ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দিল্লির ট্রায়াল কোর্টে বিচারক সমীর বাজপেয়ীর বেঞ্চে গৃহীত হয়েছিল উমর-অন্তর্বর্তী জামিন আবেদন। চলছিল শুনানি। আগামী ২৭ ডিসেম্বর উমরের দিদির বিয়ে। সেই উপলক্ষেই তিনি ১৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিনে আবেদন জানিয়েছিলেন তিনি। সেখানেই উমরের আবেদন শোনেন বিচারক। তারপর নির্দেশ দেন অন্তর্বর্তী জামিনের। বিচারক জানিয়েছেন, ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর মোট ১৩ দিন জেলের বাইরে থাকতে পারবেন উমর। তবে এই অন্তর্বর্তী জামিনের সঙ্গেই বেশ কয়েকটি শর্ত চাপিয়ে দেন তিনি।
কোন শর্তে অন্তর্বর্তী জামিন?
- ব্যবহার করতে পারবেন না সোশ্যাল মিডিয়া।
- নিজের পরিবার-পরিজন এবং বন্ধুদের ছাড়াও এই সময়কালে কারওর সঙ্গে দেখা করতে পারবেন না তিনি।
- এই দু’সপ্তাহ নিজের বাড়িতেই থাকতে হবে তাঁকে। তবে বিয়ের অনুষ্ঠান যদি অন্য কোথাও হয়, সেখানে যেতে পারবেন উমর।
- নিজের মোবাইল নিজের কাছে রাখতে পারবেন তিনি। তবে সংশ্লিষ্ট ফোনের নম্বরটি তদন্তকারীদেরও দিয়ে যেতে হবে তাঁকে।
- এই সময়কালে দিল্লি হিংসার মামলার কোনও সাক্ষীর সঙ্গেও দেখা করতে পারবেন না উমর।
- আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।
প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। এর আগে গতবছর ডিসেম্বর মাসেই ৭ দিনের জন্য প্য়ারোলে মুক্তি পেয়েছিলেন উমর। তার আগে পেয়েছিলেন ২০২২ সালে। সেই বারও সাত দিনের জন্যই একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
