Cooking gas Price: পেট্রোল-ডিজেলের পর গ্যাসের দামেও স্বস্তি, উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমছে দাম

Cooking gas Price: উজ্জ্বলা যোজনার আওতায় বছরে মেলে ১২টি সিলিন্ডার। তাতেই ২০০ টাকার ভর্তুর্কি দিতে চলেছে সরকার।

Cooking gas Price: পেট্রোল-ডিজেলের পর গ্যাসের দামেও স্বস্তি, উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমছে দাম
ছবি - স্বস্তি আম-আদমির
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2022 | 7:54 PM

কলকাতা: জ্বালানির দামে এবার উলটপুরাণ। পেট্রোলের (Petrol Price) পাশাপাশি এবার দাম কমল রান্নার গ্যাসের সিলিন্ডারের (Cooking Gas)। এখন থেকে প্রতি সিলিন্ডার প্রতি ২০০ টাকার ভর্তুর্কি দিতে চলেছে মোদী সরকার (Modi Government)। উজ্জ্বলা যোজনার আওতায় বছরে যে ১২টি সিলিন্ডার পাওয়া যায়, তাতেই মিলতে চলেছে ভর্তুকি। এর ফলে উপকৃত হতে চলেছেন দেশের ৯ কোটি গ্রাহক। আগামিকাল থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে এদিন মূল্য হ্রাসের কথা ঘোষণা করেন। এদিকে কেন্দ্রের নতুন সিদ্ধান্তে লিটার প্রতি পেট্রোলের দাম কমছে সাড়ে ৯ টাকা। সেখানে লিটার প্রতি ডিজেলের দাম কমছে প্রতি লিটারে ৭টাকা।

এদিকে উজ্জ্বলা যোজনার আওতায় নয় মাসে চারবার বেড়েছে সিলিন্ডারের দাম। ২০২১ সালের ১৬ অগস্ট দাম বৃদ্ধির পর নতুন দাম হয়েছিল ৮৭২ টাকা ৫০ পয়সা। ওই বছরেরই ১ অক্টোবর ফের বেড়ে হয় ৮৯৭ টাকা ৫০ পয়সা। মার্চে দাম বেড়ে হয় ৯১২ টাকা ৫০ পয়সা। বর্তমানে নতুন দাম ছিল ৯৬২ টাকা ৫০ পয়সা। এ দামেই মিলতে চলেছে ২০০ টাকার ভর্তুকি।

এদিকে এর আগে নভেম্বর মাসে এক্সাইজ ডিউটি কমিয়ে একদফা জ্বালানির দাম কমিয়েছিল  কেন্দ্র সরকার। দেওয়ালি উপহার হিসাবেই মোদী ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে রাজ্য়ে রাজ্যে প্রচার করেছিল বিজেপি। এদিকে চলতি বছরেই বিধানসভা ভোট রয়েছে গুজরাত ও হিমাচল প্রদেশে। তাঁর আগে ভোট টানতেই মোদী সরকার পেট্রোপণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মত বিরোধীদের। এদিকে গত কয়েক মাসে লাগাতার বেড়েছিল পেট্রোপণ্যের দাম। তাতেই চিন্তা বেড়েছিল আম-আদমির। জ্বালানির জ্বালায় নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরেই এই লাগামছাড়া মূল্য বৃদ্ধি বলে মত ছিল ওয়াকিবহাল মহলের।